ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

জ্বালানি তেলের দাম বাড়লো দুই কারণে

আপডেট : ১৫ আগস্ট ২০২৫, ০৯:৫১ পিএম

আগামী মাসে যুক্তরাষ্ট্রের সুদের হার কমার সম্ভাবনা ও ট্রাম্প-পুতিন বৈঠক ঘিরে উত্তেজনায় বিশ্ববাজারে তেলের দাম প্রায় ২ শতাংশ বেড়েছে। বৃহস্পতিবার (১৪ আগস্ট) দাম এক সপ্তাহের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়।

রয়টার্স জানায়, ব্রেন্ট ক্রুড বেড়ে ১.২১ ডলার বা ১.৮ শতাংশ বৃদ্ধি পেয়ে ব্যারেল প্রতি ৬৬.৮৪ ডলারে এবং মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) বেড়ে ১.৩১ ডলার বা ২.১ শতাংশ বৃদ্ধি পেয়ে ব্যারেল প্রতি ৬৩.৯৬ ডলারে লেনদেন শেষ করেছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করেছেন, ইউক্রেন ইস্যুতে রাশিয়ার সঙ্গে আলোচনায় সমঝোতা না হলে ‘কঠোর পদক্ষেপ’ নেওয়া হবে। এতে রাশিয়ান তেল ক্রেতাদের ওপর চাপ বাড়তে পারে, যা বাজারে সরবরাহ নিয়ে অনিশ্চয়তা সৃষ্টি করেছে।

অন্যদিকে, সেপ্টেম্বর মাসে মার্কিন ফেডারেল রিজার্ভ সুদের হার কমাবে বলে বিনিয়োগকারীদের প্রত্যাশা তেলের চাহিদা বৃদ্ধির আশা জাগিয়েছে।

এছাড়া নরওয়ে ২০২৬ সাল থেকে তেল ও গ্যাস খাতে বিনিয়োগ কমানোর পরিকল্পনা করছে, যা দীর্ঘমেয়াদে বিশ্ব সরবরাহে প্রভাব ফেলতে পারে।

DR/MMS
আরও পড়ুন