ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

আজ থেকে টানা ৬ দিন বন্ধ থাকবে ভোমরা স্থলবন্দর

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২৫, ১১:৫৩ এএম

সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আজ থেকে টানা ৬ দিন বন্ধ থাকবে সাতক্ষীরা ভোমরা স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম। তবে ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্ট যাত্রীদের পারাপার চালু থাকবে। 

বন্দর সূত্রে জানা যায়, গত ২৪ সেপ্টেম্বর ভারতের ঘোজাডাঙ্গা আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের একটি চিঠির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন ভোমরা স্থলবন্দর সিএন্ডএফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবু মুসা।

তিনি খবর সংযোগকে বলেন, শারদীয় দুর্গাপূাজা উপলক্ষে দুই দেশের ব্যবসায়ীদের সিদ্ধান্ত অনুযায়ী রোববার (২৮ সেপ্টেম্বর) থেকে আগামী ৩ অক্টোবর পর্যন্ত ৬ দিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। 

ভোমরা স্থলবন্দরের ইমিগ্রেশন ওসি জানান, দুর্গাপূজা উপলক্ষে ৭ দিন আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে প্রতিদিন সকাল ৭টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ভারত-বাংলাদেশের মধ্যে যাত্রীরা যাতায়াত করতে পারবেন। 

স্থলবন্দরের রাজস্ব কর্মকর্তা তোহিদুজ্জামান বলেন, দুর্গাপূজা উপলক্ষে আজ থেকে ভোমরা স্থলবন্দরে ৬ দিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। আগামী ৪ অক্টোবর থেকে যথারীতি কার্যক্রম শুরু হবে।

NJ
আরও পড়ুন