ঢাকা
শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫, ১২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

দেশের রিজার্ভ কমে ৩১.১১ বিলিয়ন ডলার

আপডেট : ২৭ নভেম্বর ২০২৫, ১০:৩৮ পিএম

দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ কিছুটা কমে ৩ হাজার ১১১ কোটি (৩১.১১ বিলিয়ন) ডলারে দাঁড়িয়েছে। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন।

কেন্দ্রীয় ব্যাংকের সর্বশেষ তথ্যানুযায়ী, ২৭ নভেম্বর পর্যন্ত দেশের মোট (গ্রস) রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ৩১ হাজার ১১৯ দশমিক ১১ মিলিয়ন বা ৩১ দশমিক ১১ বিলিয়ন ডলারে।

অন্যদিকে, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব পদ্ধতি ‘বিপিএম-৬’ অনুযায়ী রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ২৬ হাজার ৪০১ দশমিক ৪০ মিলিয়ন বা ২৬ দশমিক ৪০ বিলিয়ন ডলারে।

একদিনের ব্যবধানে রিজার্ভে সামান্য পতন দেখা গেছে। এর আগে গত ২৬ নভেম্বর পর্যন্ত গ্রস রিজার্ভ ছিল ৩১ হাজার ১৪০ দশমিক ৮২ মিলিয়ন ডলার। আর বিপিএম-৬ পদ্ধতি অনুযায়ী রিজার্ভ ছিল ২৬ হাজার ৪২৩ দশমিক ১১ মিলিয়ন ডলার।

মোট রিজার্ভ থেকে স্বল্পমেয়াদি দায় বিয়োগ করে আইএমএফের বিপিএম-৬ মানদণ্ড অনুসারে নিট বা প্রকৃত রিজার্ভ গণনা করা হয়।

DR
আরও পড়ুন