ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

ইউএফও সংগ্রহে অভিযান চালাচ্ছে সিআইএ

আপডেট : ০৩ ডিসেম্বর ২০২৩, ০১:৫৪ পিএম

আনআইডেন্টিফায়েড ফ্লাইং অবজেক্ট (ইউএফও) মানে অজ্ঞাত পরিচয় উড়ন্ত বস্তু নিয়ে বহুদিন ধরে গবেষণা করছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল ইনটেলিজেন্স এজেন্সি- সিআইএ।
 
গোপনে ইউএফও সংগ্রহের অভিযান চালাচ্ছে সিআইএ। অভিযানে সফলও হয়েছে তারা। পৃথিবীর বিভিন্ন অঞ্চলের অন্তত ৯টি স্থান থেকে বেশ কিছু ইউএফও উদ্ধার করেছে তারা।

ডেইলি মেইলের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। তবে কতগুলো এবং কোথা থেকে ইউএফও উদ্ধার করা হয়েছে তা প্রতিবেদনে উল্লেখ করা হয়নি। 

প্রতিবেদনে বলা হয়, ইউএফও গবেষণার জন্য সিআইএ’র পৃথক দল রয়েছে। যার নাম অফিস অব গ্লোবাল অ্যাকসেস- ওজিএ। দলটি ‘মানুষের তৈরি নয়’ এমন অন্তত ৯টি উড়ন্ত বস্তু উদ্ধার করেছে। এর মধ্যে কিছু বিধ্বস্ত হওয়ার কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং অন্তত দুটি ইউএফও অক্ষত আছে।

ওজিএ পরিচালিত হয় সিআইএ’র সায়েন্স অ্যান্ড টেকনোলজি ডিরেক্টরেইট নীতিমালার অধীনে। ২০০৩ সাল থেকে ইউএফও সংগ্রহের কাজ করছে সিআইএ। এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে ওজিএ।

উদ্ধার অভিযানের সাথে সংশ্লিষ্টদের একজন বলেছেন, সিআইএ’র কাছে এমন প্রযুক্তি আছে যা ইউএফও শনাক্ত করতে পারে। ফলে এ ধরনের কোনো উড়ন্ত বস্তু পৃথিবীতে অবতরণ বা বিধ্বস্ত হলে, ইউএফও বা এর ধ্বংসাবশেষ উদ্ধারে বিশেষ সেনাদল পাঠানো হয়।

আরও পড়ুন