ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

ভয়ঙ্কর মাদক কোকেন বৈধ করবে সুইজারল্যান্ড

আপডেট : ২২ ডিসেম্বর ২০২৩, ১০:২৬ এএম

ভয়ঙ্কর মাদক কোকেন বিনোদনমূলক ব্যবহারে বৈধতা দিতে যাচ্ছে সুইজারল্যান্ডের রাজধানী বার্ন। পাশাপাশি, দেশটিতে ব্যাপক হারে মাদকের ব্যবহার নিয়ন্ত্রণ ও সীমিত করতে নিরাপদ বিকল্প হিসেবে নিয়ন্ত্রিতভাবে এমন উদ্যোগ নেওয়া হচ্ছে। পরীক্ষামূলকভাবে একটি পাইলট প্রকল্পের আওতায় এটি বাস্তবায়ন করা হবে। 

মাদক বৈধ করার প্রস্তাবটি ইতোমধ্যে বার্নের স্থানীয় পার্লামেন্ট থেকে সমর্থন পেয়েছে। তবে এটি বাস্তবায়নের জন্য জাতীয় আইনে পরিবর্তন আনতে হবে। সেই সঙ্গে নগর কর্তৃপক্ষের অনুমোদন পেতে হবে। 

রাজধানী বার্নের কাউন্সিলের বিকল্প বাম দলের সদস্য ইভা চেন বলেন, মাদকের বিরুদ্ধে চলমান যুদ্ধ ব্যর্থ হয়েছে। এখন আমাদের নতুন ও অভিনব উপায়ে এই সংকট মোকাবিলা করতে হবে। নিয়ন্ত্রিতভাবে অনুমোদন এবং আইনি পন্থা দমনের চেয়ে বেশি কার্যকর হবে পারে।

এ ধরনের উদ্যোগের সমালোচকেরা স্বাস্থ্যঝুঁকির বিষয়গুলোকে সামনে আনছেন। তাদের মতে, বৈধতা মাদকের আসক্তি বাড়িয়ে দিতে পারে এবং এর ফলে হৃদরোগ, স্ট্রোক, বিষণ্নতা ও উদ্বেগসহ গুরুতর স্বাস্থ্য জটিলতা ব্যাপকহারে ছড়িয়ে পড়তে পারে।

সূত্র : রয়টার্স

FI
আরও পড়ুন