ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

সাগর থেকে ১৮৫ রোহিঙ্গা উদ্ধারের আহ্বান জাতিসংঘের

আপডেট : ২৪ ডিসেম্বর ২০২৩, ১২:৫৩ পিএম

ভারত মহাসাগরে ভাসতে থাকা একটি নৌকা থেকে ১৮৫ রোহিঙ্গা উদ্ধারের আহ্বান জানিয়েছে জাতিসংঘ। নৌকার আরোহীদের মধ্যে ৭০ জন শিশু এবং ৮৮ জন নারী রয়েছেন।

জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর শনিবার (২৩ ডিসেম্বর) এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে।

অন্তত এক ডজন আরোহীর অবস্থা আশঙ্কাজনক এবং একজনের মৃত্যু হয়েছে। তাদের উদ্ধার করা না হলে আরও অনেকে প্রাণ হারাবে বলে সতর্ক করেছে সংস্থাটি।

ইউএনএইচসিআরের মুখপাত্র বাবর বেলুচ বলেছেন, এসব অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধারের জন্য এ অঞ্চলের সব উপকূলীয় কর্তৃপক্ষের সঙ্গে তারা যোগাযোগ করছেন। আরোহীরা সবাই রোহিঙ্গা বলে ধারণা করা হচ্ছে।

মিয়ানমারে নির্যাতনের শিকার হয়ে এবং বাংলাদেশের শরণার্থী শিবিরগুলো থেকে পালিয়ে প্রতি বছর হাজার হাজার মুসলিম রোহিঙ্গা বিপজ্জনক সমুদ্র পাড়ি দিয়ে মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া পৌঁছানোর চেষ্টা করে। আর এটি করতে গিয়ে প্রাণ যায় অনেকের। সূত্র: এএফপি, এনডিটিভি।

FI
আরও পড়ুন