ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

স্পেনে যাওয়ার পথে এক বছরে প্রাণ হারালো ৬৬১৮

আপডেট : ১০ জানুয়ারি ২০২৪, ১১:৪৭ এএম

নৌকায় স্পেনে যাওয়ার পথে ২০২৩ সালে অন্তত ৬ হাজার ৬১৮ জন অভিবাসী মারা গেছেন। এর মধ্যে ৩৬৩ জন নারী এবং ৩৮৪ জন শিশুও রয়েছে।

আমেরিকান সংবাদ সংস্থা এপি জানিয়েছে, ২০০৭ সালে রেকর্ড রাখা শুরু করার পর ২০২৩ সাল ছিল সবচেয়ে মারাত্মক বছর। নিহতের বেশিরভাগ ঘটনা ঘটেছে ক্যানারি দ্বীপপুঞ্জ থেকে উত্তর-পশ্চিম আফ্রিকাকে বিচ্ছিন্নকারী বিশাল সমুদ্র অতিক্রম করার সময়। এর ফলে ক্যানারি দ্বীপপুঞ্জে পৌঁছানোর এই রুটটি বিশ্বের সবচেয়ে প্রাণঘাতী অভিবাসন রুটে পরিণত হয়েছে।

স্পেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, গত বছর সাগর পাড়ি দিয়ে রেকর্ড ৫৫ হাজার ৬১৮ জন স্পেনে পৌঁছেছে। যা আগের বছর অর্থাৎ ২০২২ সালের তুলনায় প্রায় দ্বিগুণ।

ওয়াকিং বর্ডারস জানিয়েছে, অনেক প্রাণহানির ঘটনায় অনুসন্ধান ও উদ্ধার অভিযান চালানো হয়নি বা এতো দীর্ঘ সময় দেরি করা হয়েছিল যে, বহু অভিবাসীর জীবন হুমকির মুখে পড়ে যায়।

FI
আরও পড়ুন