ঢাকা
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

আব্বাসের সঙ্গে এরদোয়ানের কথোপকথন

'গাজায় নৃশংসতার জন্য ইসরায়েলকে কঠিন পরিণতি ভোগ করতে হবে'

আপডেট : ১৩ এপ্রিল ২০২৪, ০৬:২৩ পিএম

গাজায় গত ৬ মাস ধরে অব্যাহত নৃশংসতার জন্য ইসরাইলকে চড়া মূল্য দিতে হবে বলে মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েপ এরদোয়ান। শুক্রবার ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে টেলিফোন কথোপকথনে ইসরায়েলের চলমান সামরিক অভিযানের বিষয়ে নিজের অবস্থান ব্যক্ত করেন তিনি। 

এরদোয়ানের যোগাযোগ বিষয়ক ডেস্কের পরিচালক ফাহরেতিন আলতুনের মতে, দুই প্রেসিডেন্টের কথোপকথনটি ছিল মূলত গাজার বর্তমান পরিস্থিতিকে কেন্দ্র করে।

উল্লেখ্য, গত ৭ অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি হামলায় কমপক্ষে ৩৩,৬৩৪ ফিলিস্তিনি নিহত এবং ৭৬,২১৪   জন আহত হয়েছে। ৭ অক্টোবর হামাসের প্রতিরোধ হামলায় ইসরায়েলে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১,১৩৯ জন, কয়েক ডজন মানুষ এখনও বন্দী রয়েছে

তুরস্কের গণমাধ্যমগুলোর খবরে বলা হয়, মাহমুদ আব্বাসের সঙ্গে কথোপকথনের সময় এরদোয়ান জোর দিয়ে বলেন যে ইসরাইয়েলকে অবশ্যই তার কৃতকর্মের জন্য জবাবদিহি করতে হবে। 

জাতিসংঘের নিরাপত্তা পরিষদের একটি প্রস্তাবসহ যুদ্ধবিরতির জন্য সবাইকে এক হওয়ার আহ্বানও জানান এরদোয়ান। 

তিনি ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে তুরস্কের বিরোধিতা পুনর্ব্যক্ত করেন।

এদিকে, তুর্কি রাষ্ট্রীয় সম্প্রচারকারী টিআরটি ওয়ার্ল্ড গাজার একটি শরণার্থী শিবিরে সাংবাদিকদের ওপর ইসরায়েলি সামরিক হামলার খবর দিয়েছে। সেই হামলায় টিআরটি'র আরবি বিভাগের ক্যামেরাম্যান সামি শাহাদেহ গুরুতর আহত হয়েছেন।

টিআরটি ওয়ার্ল্ড জানিয়েছে, গাজার নুসিরাত শরণার্থী শিবিরে ইসরায়েলি সেনাবাহিনীর দ্বারা তার দলের গাড়িটি লক্ষ্যবস্তু করার পরে শাহাদেহ গুরুতর আহত হন। পরে তার পা কেটে ফেলতে হয়েছে। 

ক্ষমতাসীন জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির (একেপি) মুখপাত্র ওমের চেলিক এবং যোগাযোগ পরিচালক আলতুন গাজায় মানবিক সংকট নিয়ে প্রতিবেদন করা সাংবাদিকদের ওপর ইসরায়েলের পদক্ষেপের সমালোচনা করেছেন। সোশ্যাল মিডিয়ায় একটি বিবৃতিতে, চেলিক গাজায় ইসরায়েলি সামরিক বাহিনীর অভিযান এবং সাংবাদিকদের লক্ষ্যবস্তু করার নিন্দা করেছেন।

আলতুন ঘটনাটিকে "সন্ত্রাসবাদ" এর একটি জঘন্য কাজ বলে বর্ণনা করেছেন, যা অবশ্যই বন্ধ করতে হবে এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে এই বর্বরতার বিরুদ্ধে অবস্থান নিতে আহ্বান জানিয়েছেন।

রিপাবলিকান পিপলস পার্টির (সিএইচপি) নেতা ওজগুর ওজেলও সামাজিক যোগাযোগ মাধ্যমে সাংবাদিকদের ওপর হামলার নিন্দা করেছেন।

HK/AST
আরও পড়ুন