মালয়েশিয়ার পোস ব্লাউয়ের কাম্পুং ওম শহরে বন্য হাতির আক্রমণে বাংলাদেশি এক প্রবাসী নিহত হয়েছেন। রোববার স্থানীয় সময় বিকেল ৫টার দিকে হাতির আক্রমণে ওই বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। জেলা পুলিশের প্রধান সুপারিনটেনডেন্ট সিক চুন ফু সোমবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন। নিহত ব্যক্তিকে বাগানকর্মী মো. নওশের আলী (২৯) হিসেবে শনাক্ত করা হয়েছে।
নিউ স্ট্রেইটস টাইমসের খবরে বলা হয়, স্থানীয় সময় বিকেল ৫টার দিকে কাম্পুং ওম এস্টেটে ঘটনাটি ঘটেছে জানিয়ে সিক চুন ফু বলেন, রাত ৯টা ৪০ মিনিটের দিকে পুলিশ খবর পায় এবং তাৎক্ষণিক তদন্তের জন্য একটি দলকে ঘটনাস্থলে পাঠায়।
তিনি আরও বলেন, ঘটনাস্থলে পৌঁছে পুলিশ রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে থাকা এক ব্যক্তিকে দেখতে পায়। তার পেটে গুরুতর জখম ছিল। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে। মরদেহের পাশে হাতির পায়ের ছাপও মিলেছে।
এ ছাড়া তদন্তে দেখা গেছে, ওই ব্যক্তি ও তার এক সহকর্মী বিকেল ৫টার দিকে বাগান থেকে বাড়ি ফেরার সময় একটি হাতি তাদের আক্রমণ করেছিল। সহকর্মীর উদ্ধৃতি দিয়ে সিক চুন জানান, তাদের দুজনের একজন সেখান থেকে পালাতে সক্ষম হলেও অপরজন ব্যর্থ হন।
জেলা পুলিশের প্রধান সুপারিনটেনডেন্ট সিক সিক চুন ফু বলেছেন, ওই ব্যক্তি গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা গেছেন। ময়নাতদন্তের জন্য ওই ব্যক্তির মরদেহ গুয়া মুসাং হাসপাতালে নেওয়া হয়েছে। এই ঘটনায় আকস্মিক মৃত্যুর একটি মামলা দায়ের করা হয়েছে। আমরা আশা করি নিহতের পরিবারকে সম্মান করে জনসাধারণ এই মামলা নিয়ে কোনো জল্পনা-কল্পনা করবে না।’
