ঢাকা
শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫, ১৩ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

সর্বোচ্চ শৃঙ্গজয়ের নেশায় প্রাণ গেল ভারতীয় পর্বতারোহীর

আপডেট : ২৯ মে ২০২৪, ১০:৪০ এএম

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ এভারেস্টের চূড়ায় উঠতে গিয়ে মারা গেছেন ভারতীয় পর্বতারোহী বংশী লাল (৪৬)। সোমবার (২৭ মে) নেপালের কাঠমান্ডুর এক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।

এ নিয়ে চলতি মৌসুমে এভারেস্ট জয়ের নেশায় আটজন প্রাণ হারিয়েছেন। তাদের মধ্যে সম্প্রতি নিখোঁজ ব্রিটিশ পর্বতারোহী ড্যানিয়েল পিটারসন ও তার গাইড নেপালি প্যাস্টেনজি শেরপাকেও ধরা হচ্ছে। তাদের মরদেহ না মিললেও ধারণা করা হচ্ছে তারা আর বেঁচে নেই।

ট্যুরিজম বিভাগের রাকেশ গুরুং বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন, বংশী লালকে গত সপ্তাহে এভারেস্ট থেকে আকাশপথে আনা হয় কাঠমান্ডুর হাসপাতালে। সেখানেই চিকিৎসা চলছিল তার। কিন্তু শেষ পর্যন্ত সব চেষ্টা ব্যর্থ হয় সোমবার। সেদিন তিনি মারা যান।

সাধারণত এভারেস্টে অভিযানের সবচেয়ে ভালো সময় মার্চ থেকে মে মাস। আবার সেপ্টেম্বর থেকে নভেম্বর, এই সময়টাও আবহাওয়া খুব ভালো থাকে। বছরের এসময়ে তাই নামে পর্বতারোহীদের ঢল। অন্যান্য বছরের তুলনায় অবশ্য এবার মৃতের সংখ্যা তুলনামূলকভাবে কম। গত বছর মোট ১৮ জনের প্রাণহানি হয়েছিল।

AHA/AST
আরও পড়ুন