গাজায় রেড ক্রিসেন্টের দপ্তরের কাছে গোলা হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এ হামলায় ২৫ জন নিহত হয়েছেন।আহত হয়েছেন আরও ৫০ জন। আল জাজিরার খবরে বলা হয়, শুক্রবার (২১ জুন) সন্ধ্যায় এ হামলার ঘটনা ঘটে।
আন্তর্জাতিক মানবিক সহায়তা সংস্থা ইন্টারন্যাশনাল কমিটি অব রেড ক্রিসেন্ট (আইআরআইসি) এক বিবৃতিতে জানিয়েছে, নিহতদের সবাই ওই কার্যালয় চত্বরের আশপাশে আশ্রয় নিয়েছিলেন। এ অবস্থায় তাদের ওপর হামলা চালানো হয়।
গাজার বেসামরিক ও মানবিক সহায়তা সংস্থাগুলোর কার্যালয়ে হামলা থেকে বিরত থাকতে গাজায় যুদ্ধরত সব পক্ষকে আহ্বানও জানিয়েছে আইআরআইসি।
এ হামলায় আইসিআরসি কার্যালয়ের কাঠামোর ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। এই কার্যালয় চত্বরের আশপাশে শত শত বাস্তুচ্যুত ফিলিস্তিনি আশ্রয় নিয়েছিলেন। হতাহতদের রেড ক্রিসেন্ট ফিল্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ইসরায়েলের হামলায় গত আট মাসে গাজায় নিহত হয়েছেন প্রায় ৩৮ হাজার ফিলিস্তিনি। এই নিহতদের শতকরা ৫৬ ভাগ নারী ও শিশু। অন্যদিকে গত ৭ অক্টোবরের হামলায় হামাস যোদ্ধাদের নির্বিচার গুলিতে ইসরায়েলে নিহত হয়েছিলেন ১ হাজার ২০০ জন।
