ঢাকা
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

বাংলাদেশের পরিস্থিতি নিয়ে ভারত-ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীর আলোচনা

আপডেট : ০৯ আগস্ট ২০২৪, ০৯:৫৮ এএম

বাংলাদেশের চলমান পরিস্থিতি নিয়ে যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড লামির সঙ্গে ফোনে কথা বলেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুব্রহ্মণ্যম জয়শঙ্কর। 

বৃহস্পতিবার (৮ আগস্ট) মাইক্রো ব্লগিং সাইট এক্সে এই তথ্য জানিয়েছেন জয়শঙ্কর নিজেই। তিনি বলেছেন, আজ যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড লামির কাছ থেকে ফোন পেয়েছি। বাংলাদেশ এবং পশ্চিম এশিয়ার পরিস্থিতি নিয়ে আলোচনা করেছি আমরা।

ছাত্র-জনতার আন্দোলনের মুখে সোমবার (৫ আগস্ট) পদত্যাগ করেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই সময় তিনি ভারতের দিল্লিতে আশ্রয় নেন। জানা গিয়েছিল, দিল্লি থেকে যুক্তরাজ্যের লন্ডনে যাবেন হাসিনা। যদিও এখনো এটি সম্ভব হয়নি। কারণ যুক্তরাজ্য শেখ হাসিনাকে রাজনৈতিক আশ্রয় দিতে অপরাগতা জানিয়েছে। এরমধ্যেই ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রীর আলোচনা হলো।

যুক্তরাজ্য ইঙ্গিত দিয়েছে, তারা হাসিনাকে আশ্রয় দেবে না কারণ তার বিরুদ্ধে বিক্ষোভ দমনে সহিংস পন্থা অবলম্বনের অভিযোগ রয়েছে।

এদিকে শেখ হাসিনার ভবিষ্যৎ পরিকল্পনা কি সে ব্যাপারে স্পষ্ট কোনো মন্তব্য করেনি ভারত ও ব্রিটিশ সরকার। তবে যুক্তরাজ্যের হোম অফিসের একটি সূত্র জানিয়েছে, নিয়ম অনুযায়ী কোনো ব্যক্তি আশ্রয়ের জন্য দেশটিতে ভ্রমণ করতে পারবে না।

যুক্তরাজ্যের আইনে অন্য কোনো দেশ থেকে রাজনৈতিক আশ্রয় চাওয়ার বিধান নেই। এছাড়া দেশটি আশ্রয় দেওয়ার বিষয়টি একটি একটি করে খতিয়ে দেখে।

একজন বিশেষজ্ঞ জানিয়েছেন, রাজনৈতিক নেতাদের আশ্রয় দেওয়ার রেকর্ড যুক্তরাজ্যের রয়েছে। কিন্তু যুক্তরাজ্যে এসে এরপর আশ্রয় চাইবেন এমন কোনো আইন তাদের নেই। এর বদলে হাসিনা যেহেতু আগে ভারতে গেছেন তাই তাকে সেখানেই আশ্রয় চাওয়ার পরামর্শ দিয়েছেন।

ভারতীয় সংবাদমাধ্যম ইকোনোমিক টাইমস জানিয়েছে, শেখ হাসিনা এখন সংযুক্ত আরব আমিরাত, বেলারুশ, কাতার, সৌদি আরব এবং ফিনল্যান্ডে আশ্রয় খুঁজছেন।

AHA/SM
আরও পড়ুন