ঢাকা
সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ২৩ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

আবারও ইরানের ওপর নিষেধাজ্ঞা ট্রাম্পের, লক্ষ্য ‘তেল নেটওয়ার্ক’

আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০২:৪৩ পিএম

যুক্তরাষ্ট্রে দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর ইরানের বিরুদ্ধে আবারও নিষেধাজ্ঞা জারি করলেন ডোনাল্ড ট্রাম্প। আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, তেহরানের ওপর সর্বোচ্চ চাপ প্রয়োগ করতেই ট্রাম্পের এ সিদ্ধান্ত। 

যুক্তরাষ্ট্রের অর্থ বিভাগ বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) এ ঘোষণা দিয়েছে। অর্থ বিভাগ জানায়, তেহরানের ‘তেল নেটওয়ার্ক’ এ নিষেধাজ্ঞার লক্ষ্য। ইরানি ফার্ম, জাহাজ, কোম্পানি ও এসবের সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিদের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। যদিও বাইডেন প্রশাসনও এসব নিষেধাজ্ঞার আওতায় রেখেছিল।

মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট এক বিবৃতিতে বলেছেন, ইরান সরকার এখনও তেল রাজস্বকে তার পারমাণবিক কর্মসূচির উন্নয়ন,ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং আঞ্চলিক প্রক্সি সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে সমর্থন করার কাজে ব্যবহার করছে। ইরানের এসব কর্মকাণ্ড বিনাশ করতে যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতিবদ্ধ।

ট্রাম্প তার প্রথম মেয়াদেও ইরানের ওপর বহু নিষেধাজ্ঞা জারি করেছিলেন। সেইসঙ্গে নিয়েছিলেন ইরানের বিরুদ্ধে নানা পদক্ষেপ।

JA