কাশ্মীরের পেহেলগামে হামলা নিয়ে উত্তেজনার মধ্যেই নিয়ন্ত্রণ রেখায় ভারতীয় কোয়াডকপ্টার (গোয়েন্দা ড্রোন) ভূপাতিত করার দাবি করেছে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী।
মঙ্গলবার (২৯ এপ্রিল) ভিম্বর জেলার মানাওয়ার সেক্টরে পাকিস্তানের আকাশসীমা লঙ্ঘনের সময় এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজ।
খবরে বলা হয়, সীমান্তের নিয়ন্ত্রণ রেখার কাছে আকাশসীমা লঙ্ঘনের চেষ্টা করলে ভারতীয় কোয়াডকপ্টারটি ভূপাতিত করা হয়। ভিম্বর এলাকার মানাওয়ার সেক্টরে শত্রুপক্ষ একটি কোয়াডকপ্টার ব্যবহার করে নজরদারি চালানোর চেষ্টা করেছিল।
এই ঘটনায় ভারতীয় কর্তৃপক্ষের কাছ থেকে তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
গত ২২ এপ্রিল ভারত নিয়ন্ত্রিত পহেলগামে হামলায় ২৬ জন নিহত হওয়ার পর ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা চলছে। দুই দেশ এরইমধ্যে পাল্টাপাল্টি পদক্ষেপ নিয়েছে।
