ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

পেহেলগাম ইস্যুতে পাকিস্তানের পক্ষে বার্তা দিলেন এরদোগান

আপডেট : ০৯ মে ২০২৫, ০১:৪৩ পিএম

পেহেলগামে সন্ত্রাসী হামলায় নিরপেক্ষ আন্তর্জাতিক তদন্তের পক্ষে তুরস্ক। মূলত ইসলামাবাদের পক্ষ থেকে প্রথম আসা এই প্রস্তাবকে গুরুত্বপূর্ণ মনে করে আঙ্কারা- এমনটিই জানিয়েছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান।

বৃহস্পতিবার (৮ মে) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন। এরদোগান বলেন, আমরা উদ্বিগ্ন, কারণ এই সংঘাতে অনেক বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছেন।

পাকিস্তানের প্রতি তার সমর্থন প্রকাশ করে তুর্কি প্রেসিডেন্ট বলেন, আমি আমাদের প্রাণ হারানো ভাইদের জন্য আল্লাহর রহমত প্রার্থনা করছি এবং পাকিস্তানের ভ্রাতৃপ্রতিম জনগণের প্রতি আমার সমবেদনা জানাচ্ছি।

তিনি বলেন, গতকাল প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে আমার কথা হয়েছে। জম্মু ও কাশ্মিরে জঘন্য সন্ত্রাসী হামলার আন্তর্জাতিক তদন্তের জন্য পাকিস্তানের প্রস্তাবকে আমরা মূল্যবান বলে মনে করি।

JA
আরও পড়ুন