ঢাকা
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

ইরানের বিক্ষোভ জাতির সাহসিকতার পরিচয়: খামেনি

আপডেট : ২১ জুন ২০২৫, ০৮:২৬ এএম

ইরানে লাখো জনতার বিক্ষোভকে ‘জাতির সাহসের’ প্রতিফলন বলে উল্লেখ করেছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তিনি বলেন, ‘আমাদের প্রিয় জাতি সাহসিকতার সঙ্গে তাদের শক্তি প্রদর্শন করেছে’।

নিজের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে করা এক পোস্টে তিনি ইরানি জনগণের প্রশংসা করে তিনি এ কথা বলেন। 

এর আগে, ইসরায়েলের হামলার প্রতিবাদে ব্যাপক বিক্ষোভ হয়েছে ইরানের রাজধানী তেহরানে। শুক্রবার (২০ জুন) জুমার পর বিক্ষোভ-মিছিল বের করেন দেশটির লাখো মানুষ। এদিন ব্যানার-পতাকা হাতে তারা ইসরায়েলের বিরুদ্ধে স্লোগান দেন। যুদ্ধে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপের অভিযোগ তুলেও প্রতিবাদও জানান তারা।

উল্লেখ্য, গত ১৩ জুন ভোরে ইরানের বিভিন্ন এলাকায় ব্যাপক হামলা শুরু করে ইসরায়েল। এ অভিযানের কোডনাম ছিল অপারেশন রাইজিং লায়ন। তাদের লক্ষ্য ছিল ইরানের পারমাণবিক স্থাপনা, সামরিক ঘাঁটি ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের আবাসিক ভবন। ইসরায়েলের হামলার পর ইরানও প্রতিরক্ষা হিসেবে ইসরায়েলে হামলা চালায়। তাদের অভিযানের নাম ট্র প্রমিজ থ্রি। অষ্টম দিনে গড়িয়েছে ইরান ও ইসরায়েলের মধ্যকার সংঘাত। সংঘাতে এখন পর্যন্ত দুই দেশেরই ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সূত্র: আল জাজিরা

SN
আরও পড়ুন