ঢাকা
শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

রাশিয়ার সহায়তা চেয়ে পুতিনকে খামেনির চিঠি

আপডেট : ২৩ জুন ২০২৫, ১০:৪৫ পিএম

ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান যুদ্ধে রাশিয়ার সহযোগিতা চেয়ে দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে চিঠি দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি সোমবার মস্কো সফরে গিয়ে চিঠিটি পুতিনকে পৌঁছে দিয়েছেন।

রাশিয়ার প্রেসিডেন্টের দপ্তর ক্রেমলিন থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে এ তথ্য। ইরানের পররাষ্ট্র মন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচিও সোমবার রাশিয়ার বৃহত্তম বার্তাসংস্থা তাসকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক সংঘাত পরিস্থিতিতে রাশিয়া ও ইরান তাদের অবস্থান সমন্বয় করছে।

মস্কোতে আরাগচি পৌঁছানোর পর তার সঙ্গে বৈঠক করেছেন পুতিন। তবে সেই বৈঠকে কী কী আলোচনা হয়েছে- তা আরাগচি বা ক্রেমলিনের কর্মকর্তারা- কেউই প্রকাশ করেনি।

প্রসঙ্গত, বিপ্লবের মাধ্যমে ১৯৭৯ সালে রাষ্ট্রক্ষমতায় আসীন হওয়ার পর গত ৪৫ বছরে ইরানের ইসলামপন্থি শাসকগোষ্ঠীর সামনে বহু চ্যালেঞ্জ এসেছে, সেসব মোকাবিলায় ইরান কখনও অপর রাষ্ট্রের কাছ থেকে সহযোগিতা চায়নি।

সেই হিসেবে এই প্রথম কোনো দেশের কাছে সহযোগিতা চাইলো ইরান।

অবশ্য ইরানের সঙ্গে রাশিয়ার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক দীর্ঘদিনের এবং গত ১৩ জুন ইরানে ইসরায়েলের বিমান অভিযান শুরুর পরপরই এই হামলার তীব্র সমালোচনা ও নিন্দা জানিয়েছিল রাশিয়া। জাতিসংঘের সর্বোচ্চ ক্ষমতাধর সংস্থা নিরাপত্তা পরিষদের অধিবেশনেও রাশিয়া ইরানে ইসরায়েলি হামলার কঠোর সমালোচনা করেছে।

সূত্র : এনডিটিভি ওয়ার্ল্ড

MMS
আরও পড়ুন