ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

ক্ষমতার স্বাদ নিতে আসিনি, আমরা ছয় মাসের বেশি থাকবো না: সুশীলা কার্কি

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০৮:২৭ পিএম

নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী সুশীলা কার্কি বলেছেন, ক্ষমতার স্বাদ নিতে নয়, আগামী ছয় মাসের মধ্যে সব দলকে নিয়ে একটি সুষ্ঠু নির্বাচন দেওয়া হবে।

রোববার (১৪ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রীর দায়িত্ব নিয়ে কাটমান্ডু পোস্টকে দেওয়া সাক্ষাৎকারে সুশীলা কার্কি এ কথা বলেন।

তিনি বলেন, আমার দল এবং আমি এখানে ক্ষমতার স্বাদ নিতে আসিনি। আমরা ছয় মাসের বেশি থাকবো না। আমরা নতুন সংসদের কাছে দায়িত্ব হস্তান্তর করবো। আপনাদের সমর্থন ছাড়া আমরা সফল হতে পারবো না।

এনডিটিভি জানায়, বক্তব্যে ৭৩ বছর বয়সী সুশীলা কার্কি সাম্প্রতিক সময়ে দেশব্যাপী ‘জেন-জি’ আন্দোলনের প্রশংসা করেন।

তিনি বলেন, আন্দোলনে নিহতদের ‘শহীদ’ স্বীকৃতি দেওয়া হবে। তিনি প্রতিটি ক্ষতিগ্রস্ত পরিবারকে ১০ লাখ নেপালি রুপি ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দেন। এ ছাড়া অন্তর্বর্তী সরকার আহতদের চিকিৎসার ব্যয় বহন করবে এবং তাদের আর্থিকভাবেও সহায়তা করবে।

তিনি আরও বলেন, মাত্র ২৭ ঘণ্টার বিক্ষোভে এমন রূপান্তর আমি আগে কখনও দেখিনি। আমাদের দৃঢ় সংকল্প নিয়ে কাজ করতে হবে। আন্দোলনে ভাঙচুর, অগ্নিসংযোগ, লুটপাটের ঘটনাগুলো তুলে ধরেন তিনি।  

সুশীলা কার্কি জানান, ‘সরকার সেগুলোর তদন্ত করবে এবং যারা সম্পত্তির ক্ষতির শিকার হয়েছেন, তাদের ক্ষতিপূরণ দেবে। তবে নেপালে প্রতিবাদের নামে যা ঘটেছে, তা দেখে মনে হচ্ছে, এটি একটি পরিকল্পিত ষড়যন্ত্র। ব্যক্তিগত সম্পত্তিও পুড়িয়ে দেওয়া হয়েছে। যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, আমরা তাদের ছেড়ে যাবো না।’

অন্তর্বর্তী সরকার তাদের কিছু ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা নিয়ে কাজ করবে। এর মধ্যে সহজ শর্তে ঋণ বা অন্য কোনো ব্যবস্থা করা যেতে পারে। যারা ভাঙচুর, লুটপাটের ঘটনায় জড়িত, তাদের বিরুদ্ধে তদন্ত করা হবে।

সুশীলা কার্কি বলেন, নেপাল বর্তমানে একটি অর্থনৈতিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। অন্তর্বর্তী সরকারের অগ্রাধিকার হবে পুনর্গঠন এবং অর্থনৈতিক স্থিতিশীলতা।

দ্য হিমালয়ান টাইমসের খবর অনুযায়ী, নেপালে সাম্প্রতিক বিক্ষোভে মৃতের সংখ্যা বেড়ে ৭২-এ পৌঁছেছে। এর মধ্যে ৫৯ জন বিক্ষোভকারী, ১০ জন কারাবন্দি এবং তিনজন পুলিশ কর্মকর্তা রয়েছেন। সূত্র: কাটমান্ডু পোস্ট

MH/FJ
আরও পড়ুন