ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

১৩ হাজার শান্তিরক্ষী ছাঁটাইয়ের সিদ্ধান্ত জাতিসংঘের

আপডেট : ০৯ অক্টোবর ২০২৫, ০৮:০৮ পিএম

বিশ্বব্যাপী ৯টি শান্তিরক্ষা মিশনে কর্মরত সদস্যদের সংখ্যা প্রায় ২৫ শতাংশ হ্রাস করার সিদ্ধান্ত নিয়েছে জাতিসংঘ। অর্থ সংকট এবং যুক্তরাষ্ট্রের ভবিষ্যৎ তহবিল অনিশ্চয়তা এই সিদ্ধান্তের মূল কারণ বলে জানিয়েছেন জাতিসংঘের এক জ্যেষ্ঠ কর্মকর্তা। খবর রয়টার্স।

এই সিদ্ধান্ত কার্যকর হলে বিশ্বজুড়ে প্রায় ১৩ থেকে ১৪ হাজার সেনা ও পুলিশ সদস্য এবং উল্লেখযোগ্য সংখ্যক বেসামরিক কর্মী ছাঁটাইয়ের আওতায় পড়বেন। ফলে বাংলাদেশ, রুয়ান্ডা, নেপালসহ শান্তিরক্ষী সরবরাহকারী দেশগুলো ক্ষতিগ্রস্ত হতে পারে।

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের সবচেয়ে বড় অর্থায়নকারী যুক্তরাষ্ট্র, যা মোট বাজেটের প্রায় ২৬ শতাংশ দেয়। তবে বর্তমানে ২.৮ বিলিয়ন ডলারেরও বেশি বকেয়া রয়েছে, যার মধ্যে ১.৫ বিলিয়ন ডলার শুধু যুক্তরাষ্ট্রের। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইতোমধ্যে ২০২৪ ও ২০২৫ সালের জন্য বরাদ্দকৃত ৮০০ মিলিয়ন ডলার বাতিল করেছেন।

ছাঁটাইয়ের ফলে দক্ষিণ সুদান, কঙ্গো প্রজাতন্ত্র, লেবানন, কসোভো, সাইপ্রাস, পশ্চিম সাহারা ও গোলান মালভূমির মতো স্পর্শকাতর অঞ্চলের শান্তিরক্ষা মিশনগুলোতে সরাসরি প্রভাব পড়বে।

বিশেষজ্ঞরা বলছেন, এই পদক্ষেপ শান্তিরক্ষা মিশনের কার্যকারিতা ও বৈশ্বিক স্থিতিশীলতায় বড় ধাক্কা হতে পারে। অনেকেই এই ছাঁটাইকে যুক্তরাষ্ট্রের একতরফা সিদ্ধান্তের পরিণতি হিসেবে দেখছেন।

বাংলাদেশ ১৯৮৮ সাল থেকে জাতিসংঘ মিশনে যুক্ত। বর্তমানে দেশটি শান্তিরক্ষী প্রেরণে বিশ্বের তৃতীয় সর্বোচ্চ অবদানকারী। ২০২৪ সালের ফেব্রুয়ারির তথ্য অনুযায়ী, জাতিসংঘ মিশনে বাংলাদেশের মোট ৫,২৩০ জন শান্তিরক্ষী রয়েছে, যার মধ্যে ৪৪৭ জন নারী।

DR/MMS
আরও পড়ুন