ঢাকা
সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ১৬ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

শান্তিতে নোবেল পেলেন মারিয়া

আপডেট : ১০ অক্টোবর ২০২৫, ০৩:২৪ পিএম

চলতি বছর নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন ভেনেজুয়েলার মানবাধিকার কর্মী মারিয়া কোরিনা মাচাদো। শুক্রবার (১০ অক্টোবর) নরওয়ের নোবেল কমিটি বিজয়ীর নাম ঘোষণা করে।

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ বছর নোবেল শান্তি পুরস্কার পাওয়ার ব্যাপক আগ্রহ প্রকাশ করেছিলেন, তবে তিনি এ পুরস্কার পাননি।

গত বছর নোবেল শান্তি পুরস্কার পেয়েছিল জাপানের সংগঠন নিহন হিদানকিও, যারা পারমাণবিক বোমা হামলার শিকার মানুষদের প্রতিনিধিত্ব ও পারমাণবিক অস্ত্রমুক্ত বিশ্ব গড়ার জন্য কাজ করে আসছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে নোবেল কমিটি বলেছে, ভেনেজুয়েলার জনগণের জন্য গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় নিরলসভাবে কাজ করে যাওয়ার জন্য মাচাদোকে এ পুরস্কার দেওয়া হয়েছে।

বিবিসি জানায়, এ বছর নোবেল পুরস্কারের জন্য মোট ৩৩৮ জন মনোনয়ন পেয়েছে, যার মধ্যে ২৪৪ জন ব্যক্তি এবং ৯৪টি প্রতিষ্ঠান ও সংগঠন রয়েছে।

অন্যদিকে, নোবেল শান্তি পুরস্কারের ইতিহাসে সবচেয়ে কম বয়সে পুরস্কার পেয়েছিলেন পাকিস্তানের মালালা ইউসুফজাই, যিনি ২০১৪ সালে মাত্র ১৭ বছর বয়সে এই সম্মান পান।

বিশ্বে এখন পর্যন্ত মোট ৩১টি প্রতিষ্ঠান নোবেল পুরস্কার পেয়ে সম্মানিত হয়েছে।

DR/LH
আরও পড়ুন