সৌদিতে সাত বাংলাদেশি মাদক কারবারি গ্রেপ্তার

আপডেট : ০৮ জুলাই ২০২৪, ০৩:৫৪ পিএম

সৌদিতে মাদক বিরোধী দুইটি অভিযানে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১৪ জনকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ।
মাদক ও চোরাচালান বিরোধী এই অভিযানে গ্রেপ্তারকৃতদের মধ্যে ৭ জন বাংলাদেশি রয়েছে বলে গাল্ফ নিউজের প্রতিবেদনে বলা হয়েছে। 

সাম্প্রতিক সময়ে সৌদি আরব মাদক চোরাচালানকারী এবং পাচারকারীদের বিরুদ্ধে অভিযান জোরদার করেছে। যাকে বলা হচ্ছে, ‘মাদকের বিরুদ্ধে যুদ্ধ’।

এই মাসের শুরুর দিকে সৌদির জাকাত, ট্যাক্স এবং কাস্টমস অথরিটি (জেডএটিসিএ) জানিয়েছে, জেদ্দা বন্দরের কাস্টমস পরিদর্শকরা একটি চালানে লুকানো ৩৬ লাখ ৩৩ হাজার ৯৭৮টি ক্যাপ্টাগন পিল পাচারের প্রচেষ্টা ব্যর্থ করে দিয়েছে। এর আগে গত মে মাসে সৌদি মাদক বিরোধী পুলিশ কংক্রিটের ব্লকের একটি চালানে লুকানো ৪.৭ মিলিয়ন অ্যামফিটামিন ট্যাবলেট জব্দ করেছিল এবং এর সঙ্গে জড়িত দুই বিদেশিকে গ্রেপ্তার করেছিল। একই মাসে শুল্ক কর্তৃপক্ষ বলেছিল, জেদ্দা বন্দরে আগত আলুর চালানে কোকেন পাচারের প্রচেষ্টা ব্যর্থ করেছে। সূত্র : গাল্ফ নিউজ

HK/WA
আরও পড়ুন