ফিলিস্তিনি প্রতিবন্ধীর সঙ্গে ইসরায়েলি সেনাদের এ কেমন আচরণ!

আপডেট : ১৩ জুলাই ২০২৪, ০২:৩৭ পিএম

ফিলিস্তিনের গাজা উপত্যকায় একের পর এক কাণ্ড ঘটাচ্ছে ইসরায়েলি সেনারা। এবার তারা সুজাইয়াতে এক ফিলিস্তিনি প্রতিবন্ধীর ওপর কুকুর লেলিয়ে দিয়ে তাকে হত্যা করেছে। ২৪ বছর বয়সী ফিলিস্তিনি ওই প্রতিবন্ধীর নাম মোহাম্মদ। তিনি তার পরিবারের সঙ্গে থাকতেন। এই খবর জানিয়েছে মিডেল ইস্ট আই।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, ফিলিস্তিনি ওই যুবক ডাউন সিনড্রোমে আক্রান্ত ছিলেন। তিনি কথা বলা থেকে শুরু করে কিছুই করতে পারতেন না।

এ বিষয়ে মুহাম্মদের মা নাবিলা আহমেদ বলেন, গত ২৭ জুন থেকে সুজাইয়াতে ইসরায়েলি সেনারা ব্যাপক হামলা চালায়। ওইদিন থেকে নিজেদের বাড়িতে লুকিয়ে ছিলেন তারা। এরপর একদিন তাদের বাড়িতে এসে উপস্থিত হয় ইসরায়েলি সেনারা।

বাড়িতে ঢুকেই  প্রথমে তারা একটি কুকুরকে বাড়ির ভেতর ছেড়ে দেয়। ওই কুকুরটি এসে প্রতিবন্ধী মুহাম্মদকে কামড়ে ছিন্নভিন্ন করে ফেলে।

প্রতিবন্ধী হওয়া সত্ত্বেও মুহাম্মদকে ছেড়ে দেওয়া হয়নি উল্লেখ করে তিনি বলেন, ইসরায়েলি সেনারা মোহাম্মদকে আটকে রেখে বাকি সবাইকে বাড়ি থেকে রেব করে দেয়। এরপর তারা তাকে আলাদা একটি রুমে নিয়ে যায়। এরপর সেই রুম থেকে প্রচণ্ড চিৎকার শুনা যায়।

নাবিলা আহমেদ বলেন, ইসরায়েলি সেনারা চলে যাওয়ার পর তারা দ্রুত বাড়িতে ঢুকেন এবং দেখতে পান মোহাম্মদের গলিত মরদেহ পড়ে আছে।

কান্না করতে করতে তিনি আরও বলেন, মুহাম্মদ এতটাই অবুঝ ছিল যে তাকে খাইয়ে দিতে হতো। এমনকি তার ডায়াপার পরিবর্তন করে দিতে হতো। এরকম একটা নিরিহ ছেলের সঙ্গে ইসরায়েলি সেনারা কিভাবে এসব করল, তা তিনি ভাবতেও পারছেন না।

HK/FI