লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ৬

স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, লেবাননে এ পর্যন্ত ৩ হাজার ৬৪০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন। আহত হয়েছেন ১৫ হাজার ৩৫০ জন। 

আপডেট : ২৩ নভেম্বর ২০২৪, ১০:১৭ এএম

ইসরায়েলি বিমান হামলায় উত্তর-পূর্ব লেবাননে একজন হাসপাতালের পরিচালক নিহত হয়েছেন। হামলায় আহত হয়েছেন আরও ছয়জন। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, অন্যদিকে শুক্রবার (২১ নভেম্বর) দেশের দক্ষিণে ইসরায়েলি হামলায় কমপক্ষে পাঁচ স্বাস্থ্য কর্মী নিহত হন। খবর এপি’র।

গাজার কামাল আদওয়ান হাসপাতালে ইসরায়েলি হামলায় নয়জন চিকিৎসা কর্মী আহত হন। হামলায় জেনারেটর ও অক্সিজেন ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়। তবে ওই এলাকায় কোনো হামলার কথা অস্বীকার করেছে ইসরায়েলি সামরিক বাহিনী।

লেবাননের দক্ষিণাঞ্চলে শুক্রবার ইসরায়েলি সেনা ও হিজবুল্লাহ যোদ্ধাদের মধ্যে ব্যাপক সংঘর্ষের খবর দিয়েছে জাতিসংঘ। হিজবুল্লাহর ছোড়া একটি রকেট তাদের ঘাঁটিতে আঘাত হানলে ইতালির চার শান্তিরক্ষী সামান্য আহত হয়েছেন বলে জানিয়েছে জাতিসংঘ।

বছর খানেক ধরে যুদ্ধ শুরুর পর সেপ্টেম্বরে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে সর্বাত্মক যুদ্ধ শুরু হয়। স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, লেবাননে এ পর্যন্ত ৩ হাজার ৬৪০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন। আহত হয়েছেন ১৫ হাজার ৩৫০ জন। নিহত ও আহতদের বেশিরভাগই ইসরায়েলের হামলার শিকার।

 

MB