ইরানের সুপ্রিম নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করা হবে বলে প্রকাশ্যে ঘোষণা দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ। তিনি বলেন, খামেনিকে হত্যা করা এই যুদ্ধের অন্যতম অংশ।
বৃহস্পতিবার (১৯ জুন) ইরানের মিসাইল হামলায় ক্ষতিগ্রস্ত বীরসেবার সোরোকা মেডিকেল সেন্টার পরিদর্শনে গিয়ে এই ঘোষণা দেন ইসরায়েল কাৎজ।
ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী দাবি করেছেন, ‘খামেনি এই হাসপাতালে হামলার নির্দেশ দিয়েছেন। এছাড়া তিনি ইসরায়েলকে ধ্বংস করার ঘোষণা দিয়েছেন। এ কারণে তাকে এখন তারা হত্যা করবেন।’
ইসরায়েল কাৎজ বলেন, ‘নিজের এজেন্ট দ্বারা খামেনি সবসময় ইসরায়েলকে ধ্বংস করতে চেয়েছেন। এই ব্যক্তি, যিনি আমাদের ওপর হামলা চালাতে ইচ্ছুক, তার বেঁচে থাকা উচিত নয়। খামেনিকে হত্যা করা এই যুদ্ধের অন্যতম অংশ।’
এদিকে, ইরানে হামলার পর দেশটির সরকার পতনের চেষ্টা চালাচ্ছে ইসরায়েল। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইরানের সাধারণ মানুষকে আহ্বান জানিয়েছেন তারা যেন রাস্তায় নেমে এসে খামেনির নেতৃত্বাধীন সরকারের পতন ঘটান।
গত মঙ্গলবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, তারা জানেন আয়াতুল্লাহ আলী খামেনি কোথায় আছেন। তবে এ মুহূর্তে তারা খামেনিকে হত্যার চেষ্টা চালাবেন না। তবে ট্রাম্প ওই সময় উল্লেখ করেন, তাদের ধৈয্য কমে আসছে। সূত্র: আলজাজিরা
তৃতীয় পক্ষ জড়ালে ‘তাৎক্ষণিক ব্যবস্থা' , কড়া হুঁশিয়ারি ইরানের