ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

ইরান-ইসরায়েলের সংঘাত আবারও মাথাচাড়া দিতে পারে: ট্রাম্প

আপডেট : ২৬ জুন ২০২৫, ০৪:৪৫ পিএম

আপাতত যুদ্ধবিরতি কার্যকর হলেও ইসরায়েল ও ইরানের সংঘাত যেকোনো মুহূর্তে আবারও মাথাচাড়া দিয়ে উঠতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।  

তার মতে, এই মুহূর্তে যুদ্ধবিরতি চললেও ‘সত্যিকার অর্থে’ যুদ্ধ থেকে সরে আসেনি ইরান ও ইসরায়েল। ‘শিগগিরই কোনো দিন’ ফের সংঘাতে জড়াতে পারে তারা।

ট্রাম্প আরও ইঙ্গিত দিয়েছেন, যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তারা আগামী সপ্তাহেই ফের আলোচনায় বসতে পারেন। ইসরায়েল ও তেহরানের মধ্যে সাম্প্রতিক ১২ দিনের যুদ্ধের কারণে যে আলোচনা প্রক্রিয়া থেমে গিয়েছিল, সেটি পুনরায় শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।

ন্যাটোর সম্মেলন উপলক্ষে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নেদারল্যান্ডসের হেগ শহরে ছিলেন বুধবার (২৫ জুন)।

সেখানে সম্মেলনের অবসরে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে ইরান-ইসরায়েলের সাম্প্রতিক সংঘাত প্রসঙ্গে এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, আমরা অনেকেই ভাবছি এটা শেষ হয়ে গেছে; কিন্তু আমার মনে হয় না ইরান এবং ইসরায়েল সত্যিকার অর্থেই বিরতি মেনে নিয়েছে। আমার ধারণা, একটানা কঠিন এবং ভয়াবহ সংঘাতে ক্লান্ত হয়ে পড়েছিল তারা, তাই বিশ্রাম নিচ্ছে।

উল্লেখ্য, পরমাণু বোমা তৈরির দ্বারপ্রান্তে পৌঁছে গেছে ইরান—এমন অভিযোগ তুলে গত ১৩ জুন রাজধানী তেহরান ও অন্যান্য এলাকায় বিমান অভিযান শুরু করে ইসরায়েলি বিমান বাহিনী। এই অভিযানের জবাবে ইসরায়েলের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে একের পর এক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা শুরু করে ইরানও।

RK/AHA
আরও পড়ুন