গাজার বিভিন্ন স্থানে ইসরায়েলি বাহিনীর হামলায় একদিনেই প্রাণ হারিয়েছেন আরও ৫১ জন ফিলিস্তিনি। এদের মধ্যে ২৪ জন নিহত হয়েছেন মানবিক সহায়তা নিতে গিয়ে। অনাহার ও অপুষ্টিতে মৃত্যু হয়েছে আরও ৮ জনের।
সোমবার (২৫ আগস্ট) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।
প্রতিবেদনে জানা গেছে, গাজা শহরে চলমান সামরিক অভিযানে জেতুন ও সাবরা মহল্লায় এক হাজারেরও বেশি ভবন ধ্বংস করেছে ইসরায়েলি বাহিনী। ফিলিস্তিনি সিভিল ডিফেন্সের দাবি, এসব ধ্বংসস্তূপের নিচে এখনও শত শত মানুষ চাপা পড়ে আছেন।
সিভিল ডিফেন্স এক বিবৃতিতে জানায়, টানা গোলাবর্ষণ এবং অবরুদ্ধ সড়কের কারণে উদ্ধারকাজ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এতে বহু আহত ও নিখোঁজ মানুষের জীবন ঝুঁকিতে রয়েছে। ইসরায়েলের হামলা এতটাই ব্যাপক যে, গাজার কোথাও এখন আর নিরাপদ আশ্রয় নেই। ঘরবাড়ি, আশ্রয়কেন্দ্র এমনকি ত্রাণ শিবিরও রেহাই পাচ্ছে না বোমাবর্ষণ থেকে।
গাজা শহরের দখল নিতে ইসরায়েলি বাহিনী ট্যাংক নিয়ে প্রবেশ করেছে সাবরা এলাকায়। এতে প্রায় ১০ লাখ ফিলিস্তিনিকে দক্ষিণ দিকে সরে যেতে বাধ্য করা হয়েছে।
সিভিল ডিফেন্স বলছে, ইসরায়েলের এই পরিকল্পিত অভিযান রাফাহ শহরের ঘটনার পুনরাবৃত্তি। যেখানে পুরো শহর ধ্বংস করে ফেলা হয়েছিল। তাদের আশঙ্কা, এবার লক্ষ্য হতে পারে গাজার সম্পূর্ণ জনগোষ্ঠীকে বিতাড়িত করা।
শহরের আল-জালাআ সড়কের একটি অ্যাপার্টমেন্টে বিমান হামলায় প্রাণ হারিয়েছেন অন্তত তিনজন, যাদের একজন শিশু বলে জানিয়েছে জরুরি বিভাগের একটি সূত্র।
এদিকে, চিকিৎসা সূত্র জানায়, রোববার একদিনেই নিহত ৫১ জনের মধ্যে ২৭ জন মারা গেছেন গাজা শহরে এবং ২৪ জন নিহত হয়েছেন ত্রাণের অপেক্ষায় থাকাকালে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, খাদ্যাভাবজনিত কারণে আরও ৮ জন মারা গেছেন। চলমান যুদ্ধ শুরু হওয়ার পর থেকে অনাহার ও অপুষ্টিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮৯ জনে, যাদের মধ্যে ১১৫ জনই শিশু।
ক্ষুধার্ত ফিলিস্তিনিদের লক্ষ্য করে গুলি চালানোর ঘটনাও অব্যাহত রয়েছে বলে অভিযোগ উঠেছে। ইসরায়েল ও যুক্তরাষ্ট্র সমর্থিত বিতর্কিত জিএইচএফ (GHF) ত্রাণকেন্দ্রগুলোতে সহায়তা নিতে গিয়েই প্রাণ হারাচ্ছেন অনেকে। বর্তমানে গাজার হাসপাতালগুলোতে চরম জনবল ও সরঞ্জামের ঘাটতি দেখা দিয়েছে। আহতদের ঢল সামলাতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা। সিভিল ডিফেন্স ও মানবাধিকার সংস্থাগুলো বলছে, পরিস্থিতি প্রতিদিন আরও বিপজ্জনক হয়ে উঠছে।
ইসরায়েলি হামলায় গাজায় নিহত আরও ৬৩
অস্ট্রেলিয়ায় ফিলিস্তিনের পক্ষে লাখো মানুষের সমাবেশ
‘যুক্তরাষ্ট্রের কাছে কখনই মাথানত করবে না ইরান’