ঢাকা
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

বার্গার খেয়ে বিশ্ব রেকর্ড

আপডেট : ০২ মার্চ ২০২৪, ০৯:৪৭ এএম

মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক ডন গোর্স্ক বার্গার খেয়ে বিশ্ব রেকর্ড গড়েছেন। ৭০ বছর বয়সী এই মার্কিনি রেকর্ড গড়তে ৫০ বছর ধরে প্রতিদিন দুটি করে বার্গার খেয়েছেন। তবে এক সময় তিনি দিনে ৯টি বার্গারও খেয়েছেন। তার মোর্ট বার্গার খাওয়ার সংখ্যা ৩৪ হাজার ১২৮ টি। 

বার্গার গোর্স্ক তেলে না ভেজে খেতেন এবং প্রতিদিন ছয় মাইল হাঁটতেন। এতে তিনি গিনেস ওয়ার্ল্ড বুকে নিজের আগের ৩২ হাজার বিগ ম্যাক খাওয়ার রেকর্ড ভেঙে এবার ৩৪ হাজার বার্গার খাওয়ার রেকর্ড গড়তে সক্ষম হয়েছেন। 

সবচেয়ে বেশি বিগ ম্যাক খাওয়ার রেকর্ড গোর্স্ক সর্বপ্রথম নিজের করে নেন ১৯৯৯ সালে। এরপর তিনি ২০১১ সালে ২৫ হাজার বিগ ম্যাক খেয়ে নিজের রেকর্ডকে নিজেই ভাঙেন। ওই সময় তিনি বলেছিলেন, আমি মৃত্যুর আগ পর্যন্ত বিগ ম্যাক খেয়ে যাব। এটা এখনো আমার প্রিয় খাবার।’ সূত্র: দ্যা গার্ডিয়ান 

MB/FI
আরও পড়ুন