ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

আদানির ঘুষকাণ্ডে ওয়াশিংটনের প্রতিক্রিয়া

কয়েকটি রাজ্যের সৌরবিদ্যুৎ প্রকল্পের জন্য ভারতের ‘সরকারি আধিকারিকদের’ (যার মধ্যে নেতা-মন্ত্রীরাও রয়েছেন) ২৬.৫ কোটি ডলার ঘুষ দেওয়ার প্রস্তাবের অভিযোগ উঠেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঘনিষ্ঠ শিল্পপতি আদানির বিরুদ্ধে।

আপডেট : ২২ নভেম্বর ২০২৪, ১১:২৩ এএম

ভারতীয় ধনকুবের গৌতম আদানির এবং তার ঘনিষ্ঠ ছ’জনের বিরুদ্ধে মার্কিন আদালতে মামলা দায়েরের ঘটনা নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছে ওয়াশিংটন। বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেনের দপ্তরের পক্ষ থেকে আশা প্রকাশ করা হয়েছে, এই ঘটনার নয়াদিল্লি-ওয়াশিংটন নিবিড় সম্পর্কের উপর কোনও প্রভাব পড়বে না। খবর আনন্দবাজার পত্রিকা অনলাইন’র।

হোয়াইট হাউসের মুখপাত্র কারিন জিনান পিয়ের সাংবাদিকদের বলেছেন, ‘আমরা মনে করি ভারত-যুক্তরাষ্ট্র দৃঢ় সম্পর্ক সমস্যা সমাধানের দিশানির্দেশক হবে।’

মার্কিন তদন্তকারী সংস্থা এবং বিচার বিভাগকে আদানিদের বিরুদ্ধে অভিযোগের সুনির্দিষ্ট প্রমাণ পেশ করতে হবে জানিয়ে পিয়েরের মন্তব্য, ‘আমরাও বিষয়টি সম্পর্কে সচেতন।’

কয়েকটি রাজ্যের সৌরবিদ্যুৎ প্রকল্পের জন্য ভারতের ‘সরকারি আধিকারিকদের’ (যার মধ্যে নেতা-মন্ত্রীরাও রয়েছেন) ২৬.৫ কোটি ডলার ঘুষ দেওয়ার প্রস্তাবের অভিযোগ উঠেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঘনিষ্ঠ শিল্পপতি আদানির বিরুদ্ধে।

মোট সাত জনের বিরুদ্ধে মার্কিন কেন্দ্রীয় তদন্ত সংস্থা ও সিকিউরিটিজ় অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন মোট পাঁচটি ফৌজদারি এবং দেওয়ানি মামলা দায়ের করেছে।

আরও পড়ুন