ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

ট্রাম্পের ৫০০ মিলিয়ন ডলারের জরিমানা বাতিল

আপডেট : ২২ আগস্ট ২০২৫, ০২:২০ পিএম

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে জালিয়াতির মামলায় আরোপিত প্রায় ৫০০ মিলিয়ন ডলারের জরিমানা বাতিল করেছে নিউইয়র্কের আপিল আদালত।

বৃহস্পতিবার (২১ আগস্ট) প্রকাশিত এক রায়ে আদালত জানায়, ট্রাম্প জালিয়াতির জন্য দায়ী হলেও এত বিশাল অঙ্কের জরিমানা অতিরিক্ত।

২০২৩ সালে বিচারক আর্থার এনগোরন ট্রাম্পকে ব্যবসায়িক জালিয়াতির দায়ে দোষী সাব্যস্ত করে প্রথমে ৩৫৫ মিলিয়ন ডলার জরিমানা ধার্য করেন, যা সুদসহ বেড়ে দাঁড়ায় প্রায় ৫০০ মিলিয়ন ডলারের বেশি। তবে আপিল আদালতের বিচারপতিরা একমত হন যে, ট্রাম্পের কার্যকলাপে ক্ষতি হলেও তা এমন মাত্রার নয় যে অর্ধ বিলিয়ন ডলার ক্ষতিপূরণ প্রয়োজন।

বিচারপতি পিটার মলটন রায়ে লেখেন, ক্ষতি অবশ্যই হয়েছে, কিন্তু তা এত ভয়াবহ ছিল না যে প্রায় অর্ধ বিলিয়ন ডলারের ক্ষতিপূরণ দিতে হবে।

রায় ঘোষণার পর ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ এই সিদ্ধান্তকে সম্পূর্ণ বিজয় বলে উল্লেখ করেন। তিনি লেখেন, ব্যবসার বিরুদ্ধে চালানো এক বেআইনি ও লজ্জাজনক অপপ্রচারকে শেষ পর্যন্ত বাতিল করা হয়েছে।

তবে নিউইয়র্কের অ্যাটর্নি জেনারেল লেটিশিয়া জেমস জরিমানা বাতিলের বিরুদ্ধে রাজ্যের সর্বোচ্চ আদালতে আপিল করার কথা ভাবছেন। তার দপ্তর থেকে এক বিবৃতিতে জানানো হয়, ডোনাল্ড ট্রাম্প, তার প্রতিষ্ঠান এবং সন্তানদের জালিয়াতির দায় বহাল রয়েছে। আরও একটি আদালত তার আইনের লঙ্ঘন নিশ্চিত করেছে।

তবে ট্রাম্পের বিরুদ্ধে আরোপিত অর্থ ছাড়া অন্যান্য শাস্তি বহাল রেখেছেন আপিল আদালত। এর মধ্যে রয়েছে, নিউইয়র্কে তিন বছরের জন্য কোনো প্রতিষ্ঠানের পরিচালক হিসেবে কাজ করা নিষেধ। তিন বছরের জন্য ট্রাম্প ও তার প্রতিষ্ঠানের ব্যাংক ঋণ নেওয়ার ওপর নিষেধাজ্ঞা।

রায়টি ছিল ৫ বিচারকের সম্মিলিত সিদ্ধান্ত, তবে মতানৈক্য ছিল স্পষ্ট। কেউ কেউ মামলাটি খারিজের পক্ষে মত দেন, আবার কেউ নতুন করে বিচার শুরুর পরামর্শ দেন। তবে চূড়ান্ত নিষ্পত্তি নিশ্চিত করার স্বার্থে জরিমানা বাতিলের সিদ্ধান্তে তারা সবাই একমত হন।

উল্লেখ্য, ২০২৩ সালের সেপ্টেম্বরে প্রথম রায়ে বিচারক এনগোরন ট্রাম্পকে দায়ী করেছিলেন ট্রাম্প অর্গানাইজেশনের সম্পত্তির মূল্য বাড়িয়ে ভুল তথ্য দিয়ে ঋণ নেওয়ার চেষ্টা করার জন্য। পরবর্তীতে তদন্তে দেখা যায়, ট্রাম্প তার ট্রাম্প টাওয়ার পেন্টহাউসের আকার প্রকৃতের তিনগুণ বেশি দাবি করেছিলেন।

এই মামলার ফলাফল ট্রাম্পের ব্যবসায়িক ও রাজনৈতিক ভবিষ্যতের ওপর উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।

DR/AHA
আরও পড়ুন