মণিপুরে ঢুকে পড়েছে ৯০০ কুকি যোদ্ধা

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২৪, ০১:০২ পিএম

ভারতের মণিপুরে প্রতিবেশী দেশ মিয়ানমার থেকে ৯০০ কুকি যোদ্ধা প্রবেশ করেছে। আগে থেকেই এমনটি গুঞ্জন থাকলেও শেষ পর্যন্ত গোয়েন্দা প্রতিবেদনে সেই গুঞ্জন সত্যি হয়েছে। খবর এনডিটিভি।

শুক্রবার (২০ সেপ্টেম্বর) এক সংবাদ সম্মেলনে মণিপুরের নিরাপত্তা উপদেষ্টা কুলদীপ সিং বলেন, প্রতিবেশী দেশ মিয়ানমার থেকে ৯০০ কুকি যোদ্ধা প্রবেশ করছে। তিনি বলেন, গোয়েন্দা সংস্থার প্রতিবেদনকে হালকাভাবে দেখার কোনো সুযোগ নেই। এসব যোদ্ধারা মিয়ানমারে জঙ্গলে প্রশিক্ষণ নিয়েছেন এবং তারা অস্ত্র ও ড্রোন ব্যবহার করছে।

কয়েকজন গোয়েন্দা কর্মকর্তার বরাতে এনডিটিভি জানিয়েছে, এসব যোদ্ধা ৩০ জনের গ্রুপে ভাগ হয়ে মণিপুরে প্রবেশ করেছে। তারা এই মাসের শেষদিকে মেইতিদের গ্রামে বেশ কয়েকটি হামলার পরিকল্পনা করে থাকতে পারে। 

গত সোমবার সাংবাদিকদের মণিপুরের মুখ্যমন্ত্রী এন. বিরেন সিং বলেন, মণিপুরে চলমান অস্থিরতার পেছনে বিদেশি শক্তির হাত রয়েছে। এর প্রমাণ হিসেবে সদ্য গ্রেপ্তার হওয়া একজন বিদেশির কথা উল্লেখ করেন মুখ্যমন্ত্রী।

FI
আরও পড়ুন