ঢাকা
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

বানরের থানা ঘেরাও, অবরুদ্ধ পুলিশ

অন্যান্য বাহিনীর সদস্যদের থানায় ডেকে আনা হয়। তারা এসে দখলদার হামলাকারীদের তাড়িয়ে লপবুরি থানায় আটকে পড়া পুলিশ সদস্যদের উদ্ধার করেন।

আপডেট : ২০ নভেম্বর ২০২৪, ১১:৩৯ এএম

সচরাচর আসামির মুক্তির দাবিতে থানা ঘেরাও করে জনসাধানণ, তবে থাইল্যান্ডে এবার পুরো উল্টো ঘটনা ঘটেছে। দক্ষিণ-পূর্ব এশিয়ার এ দেশটিতে প্রায় ২০০ বানরের একটি দল থানা ঘেরাও করে হামলা চালিয়ে বেশ কয়েক ঘণ্টা থানার ভেতরে পুলিশ সদস্যদের অবরুদ্ধ করে রেখেছিল। খবর এএফপির।

শনিবার (১৬ নভেম্বর) থাইল্যান্ডের মধ্যাঞ্চলের লপবুরি প্রদেশের রাজধানী লপবুরিতে এই ঘটনা ঘটে। যদিও উচ্ছৃঙ্খল বানরের হামলার শিকার হওয়া এই শহরের মানুষের জন্য নতুন কিছু নয়। অনেক দিন ধরেই তারা বানরের অত্যাচারে অতিষ্ঠ। সেখানে বানরের সংখ্যা দ্রুত বাড়ছে।

খাবারের সন্ধানে বানরের দল যখন-তখন লোকালয়ে হানা দিচ্ছে। কখনো কখনো সেগুলো আক্রমণাত্মকও হয়ে ওঠে। উচ্ছৃঙ্খল বানরের দলকে ঠেকাতে শহর কর্তৃপক্ষ বিশেষ ধরনের বেষ্টনীও নির্মাণ করেছে। তবে সব সময় তাতে কাজ হয় না।

জানা যায়, শনিবার লপবুরিরে হঠাৎ প্রায় ২০০ বানর বেরিয়ে পড়ে। পুরো শহরে এসব বানর তাণ্ডব শুরু করে। একপর্যায়ে তারা লপবুরি থানায় হানা দেয়।

পুলিশ ক্যাপ্টেন সোমচাই সিদি শনিবার এএফপিকে জানান, খাবারের খোঁজে সেগুলো (বানরের দল) থানার ভেতর ঢোকার চেষ্টা করছিল। তাদের আটকাতে আমরা ভবনের সব দরজা-জানালা বন্ধ করে দিতে বাধ্য হয়েছি।

তিনি বলেন, বানরের দল ভবনের ভেতর ঢুকে তাণ্ডব চালাতে পারে। নথিপত্রসহ থানার জিনিসপত্র ভাঙচুর করতে পারে। তাই শনি ও রোববার পুলিশ সদস্যদের অনেকটা বাধ্য হয়ে থানার ভেতর দরজা-জানালা বন্ধ করে থাকতে হয়।

তিনি জানান, পরে বানর তাড়াতে অন্যান্য বাহিনীর সদস্যদের থানায় ডেকে আনা হয়। তারা এসে দখলদার হামলাকারীদের তাড়িয়ে লপবুরি থানায় আটকে পড়া পুলিশ সদস্যদের উদ্ধার করেন।

তবে সব বানর এখনো থানা ছেড়ে যায়নি। এখনও বেশ কয়েকটি বানরকে থানা ভবনের ছাদে ঘোরাফেরা করতে দেখা গেছে।

AHA/FI
আরও পড়ুন