ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

জাতিসংঘ অধিবেশনে যাচ্ছেন না মোদি

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২৫, ১১:৩৬ এএম

২০২৫ সালের জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে অংশ নিচ্ছেন না ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তার পরিবর্তে এবার ভারতের প্রতিনিধিত্ব করবেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।

ভারতের বহুল প্রচারিত সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, শুক্রবার (৫ সেপ্টেম্বর) জাতিসংঘ সাধারণ পরিষদের বক্তাদের হালনাগাদ তালিকা প্রকাশ করা হয়েছে। এতে দেখা যায়, ২৭ সেপ্টেম্বর ভারতের পক্ষে বক্তব্য রাখবেন এস জয়শঙ্কর। এর আগে প্রকাশিত খসড়া তালিকায় উল্লেখ ছিল, ২৬ সেপ্টেম্বর ভাষণ দেবেন প্রধানমন্ত্রী মোদি। তবে এবার সেখানে পরিবর্তন এসেছে।

জাতিসংঘের সাধারণ বিতর্ক চলবে ২৩ থেকে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত। তালিকায় দেখা যায়, বাংলাদেশ, পাকিস্তান, চীন ও ইসরায়েলের সরকারপ্রধানরা ভাষণ দেবেন ২৬ সেপ্টেম্বর। অধিবেশনের সূচনা ভাষণ দেবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার পর বক্তব্য দেবেন ব্রাজিলের প্রেসিডেন্ট।

চলতি বছরের ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র সফরে যান প্রধানমন্ত্রী মোদি। সেখানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকও করেন তিনি। কিন্তু এর পরবর্তী সময়ে রাশিয়া থেকে জ্বালানি কেনার কারণে যুক্তরাষ্ট্র ক্ষুব্ধ হয়ে ভারতের কিছু পণ্যের ওপর ৫০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করে, যা দুই দেশের সম্পর্কে টানাপোড়েন সৃষ্টি করেছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

এবারের অধিবেশনের অন্যতম আলোচিত ইস্যু হচ্ছে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি। ফ্রান্স, কানাডা, বেলজিয়ামসহ একাধিক পশ্চিমা দেশ এই স্বীকৃতি দেওয়ার প্রস্তুতি নিয়েছে। তবে এর বিরোধিতা করতে গিয়ে ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের যুক্তরাষ্ট্র সফরের ভিসা বাতিল করেছে মার্কিন প্রশাসন।

জাতিসংঘ জানিয়েছে, সাধারণ বিতর্কে বক্তাদের তালিকা আংশিক ও পরিবর্তনযোগ্য। অধিবেশন শুরুর আগ পর্যন্ত এটি পরিবর্তিত হতে পারে।

DR/AHA
আরও পড়ুন