ঢাকা
শনিবার, ২২ নভেম্বর ২০২৫, ৭ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

হাসপাতালের ডিউটি রুমে হবু স্ত্রীর সঙ্গে চিকিৎসকের নাচ

আপডেট : ২২ নভেম্বর ২০২৫, ০৯:৪০ এএম

উত্তরপ্রদেশের শামলি জেলার একটি সরকারি হাসপাতালের ডিউটি রুমের ভেতরে হবু স্ত্রীর সঙ্গে এক তরুণ চিকিৎসকের নাচের ভিডিও সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে। জামা খুলে স্যান্ডো গেঞ্জি পরে নাচার দৃশ্যটি প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে ব্যাপক আলোচনা-সমালোচনা।

প্রতিবেদন অনুযায়ী, ওই চিকিৎসকের নাম আফকার সিদ্দিকি। সম্প্রতি বাগ্‌দান হয়েছিল তার। সেই আনন্দে হাসপাতালের ডিউটি রুমেই বাগ্‌দত্তাকে সঙ্গে নিয়ে নাচে মাতেন তিনি।

ভিডিওতে দেখা যায়- জোরে হিন্দি গান বাজছে, আর সেই সুরে যুগল নাচছেন। নাচতে নাচতে কখনও তিনি মাটিতে শুয়ে ভঙ্গিমা দিচ্ছেন, কখনও আবার জামা খুলে পুরো উৎসবমুখর পরিবেশ তৈরি করেছেন।

ভিডিওটি ভাইরাল হওয়ার পর তা নজরে আসে হাসপাতালের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের। সঙ্গে সঙ্গে আফকার সিদ্দিকিকে শোকজ করা হয়। ডিউটি রুমে দায়িত্ব পালনের সময়ে তিনি কেন এমন আচরণ করলেন তার ব্যাখ্যা লিখিতভাবে চাওয়া হয়েছে।

ভিডিওটি ঘিরে সাধারণ মানুষের প্রতিক্রিয়াও দুই ভাগে বিভক্ত। একাংশ লিখেছেন, সম্পূর্ণ দায়িত্বজ্ঞানহীন আচরণ। এ ধরনের চিকিৎসকের কারণে রোগীদের ঝুঁকি বাড়ে। অন্যদিকে অনেকেই চিকিৎসককে সমর্থন করে মন্তব্য করেছেন, চিকিৎসকদের প্রচণ্ড চাপের মধ্যে কাজ করতে হয়। একটু আনন্দ করলে সমস্যা কোথায়?

আরেকজন লিখেছেন, চিকিৎসকও মানুষ। এই আনন্দে দোষ দেখছি না। হাসপাতাল কর্তৃপক্ষের তদন্ত শেষে চিকিৎসকের বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানা গেছে।

NB/AHA
আরও পড়ুন