নলকূপের গর্তে শিশু সাজিদ, সর্বশেষ যা জানা গেলো

আপডেট : ১১ ডিসেম্বর ২০২৫, ০১:৪৯ পিএম

রাজশাহী জেলার তানোর উপজেলায় গভীর নলকূপের গর্তে পড়ে যাওয়া দুই বছরের শিশু সাজিদকে উদ্ধারে ব্যর্থ হয়েছে ফায়ার সার্ভিস। ২৪ ঘন্টারও বেশি সময় ধরে উদ্ধার অভিযান চালিয়ে এখনো শিশুর সন্ধান মেলেনি। 

নলকূপের গর্তটির গভীরতা প্রায় ১৫০ থেকে ২০০ ফুট হলেও, এখন পর্যন্ত মাত্র ৩০ ফুট পর্যন্ত খনন কাজ করা সম্ভব হয়েছে।

পাচন্দর ইউনিয়নের কোয়েলহাট পূর্বপাড়া গ্রামের রাকিব উদ্দীনের ছেলে স্বাধীন বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে এই ঘটনায় পড়ে যায়। এরপর থেকে উদ্ধারকারীরা উদ্ধার কাজ চালাচ্ছেন। তিনটি এস্কেভেটর দিয়ে প্রথমে খননকাজ সম্পন্ন হয়েছে এবং পরে উদ্ধারকারীরা সুড়ঙ্গ খুঁড়ে শিশুটির কাছে পৌঁছানোর চেষ্টা করছেন।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক দিদারুল আলম জানান, শিশু যে গর্তে আটকা পড়েছে, সেখানে পানি ও কাদা জমে থাকার কারণে উদ্ধার কাজ অনেক বেশি কঠিন হয়ে পড়েছে। প্রায় ২৪ ঘণ্টা পরও শিশুটিকে উদ্ধার করা যায়নি।

শিশুটির কান্নার আওয়াজও শোনা গেছে, যা উদ্ধারকারীদের আশা বাঁচিয়ে রেখেছে। তবে উদ্ধার অভিযানের সামনে এখনো বড় চ্যালেঞ্জ রয়ে গেছে।

স্থানীয়রা এবং উদ্ধারকারী দল এখন পর্যন্ত শিশুটির জন্য দোয়া করছেন এবং দ্রুত তাকে নিরাপদে উদ্ধার করার আকাঙ্ক্ষা প্রকাশ করছেন।

AHA