রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন মা বেগম খালেদা জিয়াকে দেখার পর গুলশানের ১৯৬ নম্বর বাসভবন অভিমুখে রওয়ানা হয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দীর্ঘ ১৭ বছর প্রবাস জীবন কাটনোর পর তারেক রহমান ফিরছেন এই ঠিকানায়।
এর আগে, বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) ৫টা ৫২মিনিটে তিনি এভারকেয়ার হাসপাতালে প্রবেশ করেন। এসময় তার সঙ্গে ছিলেন দলের শীর্ষ নেতারা। তারেক রহমান হাসপাতালে আসার কিছুক্ষণ আগে সেখানে পৌঁছান তার স্ত্রী ডা. জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমান।
গুলশানের ১৯৬ নম্বর বাড়ি। গুলশানের এই ১৯৬ নম্বর বাড়ি কেবল একটি আবাস নয়, এটি জিয়া পরিবারের রাজনৈতিক ইতিহাসের অংশ।
রাষ্ট্রপতি জিয়াউর রহমান শহীদ হওয়ার পর তৎকালীন সরকার বাড়িটি খালেদা জিয়ার জন্য বরাদ্দ করেছিল।
সম্প্রতি আনুষ্ঠানিকভাবে বাড়িটির মালিকানা দলিল হস্তান্তর করা হয় বিএনপি চেয়ারপারসনের কাছে।
বেলা ১১টা ৪০মিনিটে তারেক রহমানকে বহনকারী বাংলাদেশ বিমানের ফ্লাইটটি ঢাকার মাটিতে অবতরণ করে। সেখান থেকে তিনি সরাসরি রাজধানীর পূর্বাচলের সংবর্ধনাস্থলে যান। সেখানে নির্ধারিত ভাষণ শেষে মাকে দেখতে এভারকেয়ার হাসপাতালে যান।
মাকে দেখতে এভারকেয়ারে তারেক রহমান
আমার মন পড়ে আছে মায়ের কাছে: তারেক রহমান