নাটোর-৩ সিংড়া আসনে ৮ জনের মনোনয়ন দাখিল 

আপডেট : ২৯ ডিসেম্বর ২০২৫, ০৭:১৫ পিএম

মনোনয়ন দাখিলের শেষ দিনে নাটোর-৩ সিংড়া আসনে মনোনয়ন দাখিল করেন মোট ৮ জন প্রার্থী। 

সোমবার (২৯ ডিসেম্বর) সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সহকারী রিটার্নিং কর্মকর্তা ও ইউএনও আব্দুল্লাহ আল রিফাত এর কাছে মনোনয়ন দাখিল করেন। 

মনোনয়নপত্র দাখিল করেন- বিএনপি মনোনীত প্রার্থী জেলা বিএনপির সদস্য অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু, জামায়াত মনোনীত প্রার্থী জেলা কর্মপরিষদ সদস্য প্রফেসর সাইদুর রহমান, স্বতন্ত্র প্রার্থী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক দাউদার মাহমুদ, জাতীয় পাটি মনোনীত প্রার্থী আশিক ইকবাল, ইসলামী আন্দোলন মনোনীত প্রার্থী জেলা ইসলামী আন্দোলনের সহ সভাপতি মওলানা খলিলুর রহমান, জাতীয় নাগরিক কমিটি মনোনীত প্রার্থী জেলা সমন্বয়ক প্রফেসর জার্জিস কাদির, স্বতন্ত্র প্রার্থী ফাতেমা খানম, খেলাফত মজলিশের উপজেলা সাধারণ সম্পাদক মুফতি রুহুল আমিন রিংকু।

FJ
আরও পড়ুন