ইসলামী আন্দোলন মহাসমাবেশ স্থগিত 

আপডেট : ০২ জানুয়ারি ২০২৬, ০৭:৪৩ পিএম

আগামী ৯ জানুয়ারি ডাকা মহাসমাবেশ স্থগিত করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। দলটি বলছে, প্রাথমিকের নিয়োগ পরীক্ষা ও নির্বাচনি পরিবেশের প্রতি সম্মান জানিয়ে মহাসমাবেশ স্থগিত করা হলো।

শুক্রবার (২ জানুয়ারি) দুপুরে দলের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীমে সভাপতিত্বে অনুষ্ঠিত কেন্দ্রীয় কমিটির নিয়মিত বৈঠকে এই সিদ্ধান্ত হয়।

এর আগে গত ২৫ ডিসেম্বর দলের এক মিটিংয়ে শহীদ ওসমান হাদির হন্তারককে গ্রেপ্তার, আইন-শৃঙ্খলার পরিস্থিতির উন্নয়ন ও লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করার লক্ষে ৯ জানুয়ারি রাজধানীতে মহাসমাবেশের ঘোষণা দিয়েছিল ইসলামী আন্দোলন।

তবে আগামী ৯ জানুয়ারি প্রাথমিকের নিয়োগ পরীক্ষা এবং নির্বাচনি পরিবেশের প্রতি সম্মান জানিয়ে জাতীয় মহাসমাবেশ স্থগিতের সিদ্ধান্ত নেয় ইসলামী আন্দোলন।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন দলের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম, শায়েখে চরমোনাই, প্রেসিডিয়াম সদস্য মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী, মহাসচিব অধ্যক্ষ মাওলানা ইউনুস আহমদ, প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান, যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, অধ্যক্ষ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ, সহকারী মহাসচিব মাওলানা আহমাদ আব্দুল কাইয়ুম, কেএম আতিকুর রহমান, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শাহ ইফতেখার তারিকসহ দলের কেন্দ্রীয় নেতারা।

প্রসঙ্গত, গত ২৫ ডিসেম্বর দেশে ফিরেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার স্বদেশ প্রত্যাবর্তন ঘিরে রাজধানীর তিনশ ফিটে ব্যাপক লোক সমাগম করে বিএনপি। নির্বাচনের আগে দলটি নিজেদের শোডাউন সেরে নেয়।

বিএনপির এই শোডাউনের পর জামায়াত ঘোষণা দেয় ৩ জানুয়ারি রাজধানীতে মহাসমাবেশ করবে। জামায়াতের ঘোষণার পরপর ইসলামী আন্দোলনও একই ধরনের কর্মসূচি ঘোষণা দেয়। তবে জামায়াত বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার কারণে কর্মসূচি স্থগিত করে। এবার ইসলামী আন্দোলনও কর্মসূচি স্থগিত করলো।

FJ
আরও পড়ুন