এক লাখের বেশি ভিসা বাতিল করেছে ট্রাম্প প্রশাসন

আপডেট : ১৩ জানুয়ারি ২০২৬, ০১:০৬ পিএম

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতা গ্রহণের প্রথম বছরেই এক লাখের বেশি ভিসা বাতিল করেছে তার প্রশাসন।সোমবার (১২ জানুয়ারি) মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এই চাঞ্চল্যকর তথ্য জানিয়েছে।

২০২৫ সালের জানুয়ারিতে দায়িত্ব নেওয়ার পর থেকেই অভিবাসীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন ট্রাম্প।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বাতিল হওয়া এক লক্ষাধিক ভিসার মধ্যে প্রায় ৮ হাজার স্টুডেন্ট ভিসা এবং অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ২ হাজার ৫০০টি বিশেষায়িত ভিসা রয়েছে। পরিসংখ্যান অনুযায়ী, ২০২৪ সালের তুলনায় ২০২৫ সালে ভিসা বাতিলের সংখ্যা প্রায় ১৫০ শতাংশ বেড়েছে।

মন্ত্রণালয়ের উপ-মুখপাত্র টমি পিগোট জানিয়েছেন, মূলত চারটি কারণে ভিসা বাতিল করা হয়েছে- ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও অবস্থান করা, মদ্যপ অবস্থায় গাড়ি চালানো, সহিংসতা এবং চুরির দায়ে অভিযুক্ত হওয়া।

বিবৃতিতে আরও বলা হয়, গত এক বছরে বহু মানুষকে হাত-পা বেঁধে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে, এমনকি তাদের অনেকের কাছে বৈধ ভিসাও ছিল।

যুক্তরাষ্ট্রকে নিরাপদ রাখতে এবং অপরাধীদের বিতাড়িত করতে এই কঠোর প্রক্রিয়া অব্যাহত থাকবে বলে সাফ জানিয়ে দিয়েছে ট্রাম্প প্রশাসন। এছাড়া নতুন ভিসা ইস্যুর ক্ষেত্রেও এখন আগের চেয়ে অনেক বেশি কড়াকড়ি আরোপ করা হচ্ছে।

DR/AHA
আরও পড়ুন