মাদারীপুরের রাজৈর উপজেলায় ডাচ্-বাংলা ব্যাংকের এক এজেন্ট শাখা কর্মীর কাছ থেকে নগদ ২৪ লাখ টাকা ছিনতাইয়ের চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিকেল ৫টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের কামালদি ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। ছিনতাইকারীরা ‘শয়তানের নিশ্বাস’ বা বিশেষ কোনো কৌশলে ভুক্তভোগীকে সম্মোহিত করে এই বিপুল অর্থ হাতিয়ে নিয়েছে বলে ধারণা করছে পুলিশ।
ভুক্তভোগী সুস্ময় চক্রবর্তী (২৫) টেকেরহাট ডাচ্-বাংলা ব্যাংকের মাস্টার এজেন্ট শাখায় ডিএসআর (DSR) হিসেবে কর্মরত। বর্তমানে তিনি রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
পুলিশ ও ব্যাংক সূত্রে জানা গেছে, সুস্ময় বৃহস্পতিবার দুপুর থেকে বিকেল পর্যন্ত বিভিন্ন এজেন্ট শাখা থেকে মোট ২৪ লাখ টাকা সংগ্রহ করেন। তিনি পাইকপাড়া ইউনিয়নের ফুলতলা শাখা থেকে ৭ লাখ, আমগ্রাম বাজার থেকে ৭ লাখ এবং টেকেরহাট মাস্টার এজেন্ট থেকে ১০ লাখ টাকা সংগ্রহ করে মোটরসাইকেলে করে মজুমদার বাজার এজেন্ট শাখার উদ্দেশ্যে যাচ্ছিলেন।
পথিমধ্যে কামালদি ব্রিজ এলাকায় তিনটি মোটরসাইকেলে আসা একদল দুর্বৃত্ত তার গতিরোধ করে। অভিযোগ উঠেছে, দুর্বৃত্তরা তার নাকের সামনে এক প্রকার নিশ্বাস বা বিশেষ কোনো কার্ড প্রদর্শন করলে তিনি হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেন এবং টাকার ব্যাগটি তাদের হাতে তুলে দেন। ছিনতাইকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করার পর সুস্ময় দীর্ঘক্ষণ সেখানে নির্বাক হয়ে দাঁড়িয়ে ছিলেন।
রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ‘ছিনতাইকারীরা তার নাকের সামনে এক প্রকার চেতনা নাশক বা ‘শয়তানের নিশ্বাস’ ধরায় তিনি নিয়ন্ত্রণে চলে যান এবং টাকার ব্যাগটি তুলে দেন। খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে।’
তিনি আরও জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং আশপাশের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করা হচ্ছে। অপরাধীদের শনাক্ত করতে তদন্ত অব্যাহত রয়েছে। অভিযোগ পেলে ৩২৮ ধারায় মামলা নেয়া হবে।
সূচক কমলেও ডিএসইর বাজার মূলধন বেড়েছে
মেয়েকে নদীতে ফেলে থানায় গেলেন মা, যা জানালেন বাবা
