ফেনীতে জাতীয় যুবশক্তির পরিচিতি সভা 

আপডেট : ১৮ জানুয়ারি ২০২৬, ১২:২০ এএম

ফেনীতে জাতীয় যুবশক্তির নতুন কমিটির সদস্যদের নিয়ে পরিচিত সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় শহরের মিজান রোডস্থ ক্রাউন ওয়েস্ট রেস্টুরেন্টে আয়োজিত এ সভায় জেলা কমিটির সদস্যরা অংশগ্রহণ করেন।

জাতীয় যুবশক্তি ফেনী জেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন কমিটির আহ্বায়ক পারভেজ আহম্মেদ। সভায় কমিটির সদস্যদের পাশাপাশি অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টি ফেনী জেলা শাখার আহ্বায়ক জাহিদুল ইসলাম সৈকত।

সভাটি যৌথভাবে সঞ্চালনা করেন জাতীয় যুবশক্তির সদস্য সচিব জাহিদুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক ফাহিম মুনতাসীর। 

অন্যান্য অতিথিদের মাঝে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টি ফেনী জেলা শাখার সদস্য সচিব শাহ ওয়ালী উল্লাহ মানিক, সাংগঠনিক সম্পাদক সুজা উদ্দিন সজিব, সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মনসুর।

সভায় স্বাগত বক্তব্য দেন জাতীয় যুবশক্তি ফেনী জেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও মুখপাত্র মাহি উদ্দিন চৌধুরী।

সভায় সংগঠনের সাংগঠনিক কার্যক্রম, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা ও চলমান রাজনৈতিক প্রেক্ষাপটে যুবশক্তির ভূমিকা নিয়ে আলোচনা হয়। এ সময় নতুন কমিটির সদস্যদের মধ্যে পারস্পরিক পরিচয় ও দায়িত্ব বণ্টন নিয়ে মতবিনিময় করা হয়।

সভায় সভাপতির বক্তব্যে জাতীয় যুবশক্তি ফেনী জেলা শাখার আহ্বায়ক পারভেজ আহম্মেদ বলেন,
‘ব্যক্তি বা পদ নয়, আমাদের মূল শক্তি ঐক্য। ঐক্যের ভিত্তিতে কাজ করলে জাতীয় যুবশক্তি ফেনীতে একটি আদর্শ, শৃঙ্খলাবদ্ধ ও সংগ্রামী তরুণ শক্তি হিসেবে আত্মপ্রকাশ করবে। সকলকে ব্যক্তিগত মতভেদ ভুলে সংগঠনের স্বার্থে একসাথে কাজ করে যাওয়ার আহ্বান জানাই।’

এছাড়া সভায় জাতীয় যুবশক্তি ফেনী জেলা শাখার সিনিয়র যুগ্ম সদস্য সচিব প্রিন্স মাহামুদ আজিম সমসাময়িক রাজনৈতিক বাস্তবতা, তরুণ সমাজের ভূমিকা ও সাংগঠনিক অঙ্গীকার নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন।

সভা শেষে নেতৃবৃন্দ জাতীয় যুবশক্তিকে একটি দায়িত্বশীল, ঐক্যবদ্ধ ও সময়োপযোগী তরুণ রাজনৈতিক প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তোলার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

HN
আরও পড়ুন