বলিউড অভিনেত্রী দিশা পাটানির ব্যক্তিগত জীবন নিয়ে চর্চা থামছেই না। টাইগার শ্রফের সঙ্গে দীর্ঘ সম্পর্কের বিচ্ছেদের পর সম্প্রতি পাঞ্জাবি গায়ক তালবিন্দর সিং সিধুর সঙ্গে দিশার প্রেমের গুঞ্জন ছড়িয়েছে। তবে এই প্রেমের খবরের মাঝেই নেটদুনিয়ায় এক বিস্ফোরক তথ্য নিয়ে শোরগোল পড়ে গেছে।
তালবিন্দরের প্রাক্তন প্রেমিকা সোনি কৌরের একটি রহস্যময় পোস্ট ইঙ্গিত দিচ্ছে, গায়ক হয়তো ‘এইচআইভি’-এর মতো মরণব্যাধিতে আক্রান্ত।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট করেন তালবিন্দরের প্রাক্তন প্রেমিকা সোনি কৌর। সেখানে তিনি সরাসরি কারও নাম উল্লেখ না করলেও লিখেছেন, ‘বিষয়টি শুধু এইচআইভি বা যৌনবাহিত রোগের নয়। মানুষ অভিশাপের সঙ্গে দুর্ভাগ্যও বয়ে আনে। তাই কার সঙ্গে সময় কাটাচ্ছেন, সে বিষয়ে সতর্ক থাকুন।’
সোনির এই পোস্টের পরই নেটিজেনদের মধ্যে কানাঘুষা শুরু হয়েছে যে, এই সতর্কবার্তা আসলে দিশা পাটানির উদ্দেশ্যেই দেওয়া।
ক্যালিফোর্নিয়ায় বেড়ে ওঠা জনপ্রিয় গায়ক তালবিন্দরের সঙ্গে গত কয়েক মাসে দিশাকে একাধিকবার ক্যামেরাবন্দি করা হয়েছে। বিশেষ করে অভিনেত্রী কৃতি স্যাননের বোন নূপুর স্যাননের বিয়ের অনুষ্ঠানে দুজনকে অত্যন্ত ঘনিষ্ঠ অবস্থায় দেখা যায়। এরপর থেকেই তাদের প্রেমের গুঞ্জন জোরালো হয়।
প্রাক্তন প্রেমিকার এমন গুরুতর অভিযোগ বা ইঙ্গিত নিয়ে এখন পর্যন্ত দিশা পাটানি কিংবা তালবিন্দর সিং—কারও পক্ষ থেকেই কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
তবে সোনির এই পোস্ট বলিউড পাড়ায় নতুন এক বিতর্কের জন্ম দিয়েছে। ভক্তরা প্রশ্ন তুলছেন, সত্যিই কি দিশার নতুন এই ‘বিশেষ বন্ধু’ কোনো গুরুতর শারীরিক সমস্যায় ভুগছেন?
মির্জা আব্বাসকে বিশ্রাম নিতে বললেন মডেল মেঘনা
৭৮টি ঘুমের ওষুধ খেয়ে যেভাবে বেঁচে ফিরলেন গায়িকা
