আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে ইচ্ছুক ভোটারদের জন্য বিশেষ নির্দেশনা জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। ভোটারদের ভোটদান সংক্রান্ত তথ্য দ্রুত ও নিরবচ্ছিন্নভাবে পেতে ‘Postal Vote BD’ মোবাইল অ্যাপের সেটিংসে পরিবর্তন আনার অনুরোধ জানানো হয়েছে।
ইসির জনসংযোগ শাখার পরিচালক মো. রুহুল আমিন মল্লিক এ তথ্য জানান।
ইসি জানায়, যেসব ভোটার পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য ইতোমধ্যে নিবন্ধন করেছেন, তারা যেন তাৎক্ষণিক ‘পুশ নোটিফিকেশন’ (Push Notification) পান, তা নিশ্চিত করতে হবে। এজন্য অ্যাপের Settings অপশনে গিয়ে Push Notification অপশনটি Enable বা সচল করে নেওয়ার জন্য ভোটারদের অনুরোধ জানানো হয়েছে। মূলত ভোট সংক্রান্ত গুরুত্বপূর্ণ মেসেজ বা বার্তা যেন ভোটারদের মিস না হয়, সেজন্যই এই নির্দেশনা।
সংস্থাটি জানায়, এবারের নির্বাচনে পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য দেশ ও বিদেশ মিলিয়ে সর্বমোট ১৫ লাখ ৩৩ হাজার ভোটার সফলভাবে নিবন্ধন করেছেন। ইতোমধ্যেই প্রবাসী ভোটারদের কাছে ডিজিটাল ব্যালট পাঠানো শুরু হয়েছে। খুব শিগগিরই দেশের অভ্যন্তরীণ পোস্টাল ভোটারদের কাছেও ব্যালট পাঠানো হবে। আগামী ২১ জানুয়ারি প্রতীক বরাদ্দের পর থেকেই নিবন্ধিত ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।
উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। প্রবাসীদের অংশগ্রহণ সহজ করতে এবার ‘Postal Vote BD’ অ্যাপের ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে কমিশন।
দুই দেশ থেকে ফেরত এলো ৫৬০০ পোস্টাল ব্যালট
