বিশ্ব অর্থনৈতিক ফোরামে (ডব্লিইইএফ) অংশগ্রহণের জন্য সুইজারল্যান্ডে পৌঁছেছেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্টেকে বহনকারী এয়ার ফোর্স ওয়ানে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় জুরিখ থেকে হেলিকপ্টারে করে ডাভোস শহরে পৌঁছান প্রেসিডেন্ট। খবর বিবিসির
ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের একজন মুখপাত্রের উদ্ধৃতি দিয়ে ব্লুমবার্গ জানিয়েছে, ট্রাম্প স্থানীয় সময় দুপুর ২:৩০টায় বৈশ্বিক ব্যবসায়ী ও নীতিনির্ধারকদের উদ্দেশে ভাষণ দেবেন। দেরি হলেও তিনি ভাষণের সময় পাল্টাননি।
বুধবারই তিনি শীর্ষ ব্যবসায়ী ও কর্পোরেট নেতাদের সঙ্গে একটি প্রীতিভোজে অংশ নেবেন। তারপর ডাভোসে ফোরামের মূল মঞ্চে বক্তব্য রাখবেন। এই সফরকে ঘিরে আন্তর্জাতিক মহলে বিশেষ কৌতূহল তৈরি হয়েছে। কারণ সাম্প্রতিক মাসগুলিতে ট্রাম্পের আগ্রাসী বিদেশনীতি, বাণিজ্য যুদ্ধ এবং ইউরোপের সঙ্গে টানাপড়েনের প্রেক্ষিতে তার বক্তব্যে কী বার্তা আসে, সেদিকেই নজর বিশ্বের অর্থনৈতিক ও রাজনৈতিক মহলের।
সিএনএন জানিয়েছে, ট্রাম্প আগেই বলেছিলেন ডাভোসে তিনি গ্রীনল্যান্ড সম্পর্কিত বেশ কয়েকটি বৈঠক করবেন। পশ্চিমা মিত্রদের সঙ্গে আর্কটিক দ্বীপটি দখল করতে চান ট্রাম্প। এ নিয়ে পরিকল্পনার কারণে ইউরোপের সঙ্গে উত্তেজনা বেড়েছে আমেরিকার।
ব্লুমবার্গের রিপোর্ট অনুযায়ী, মার্কিন প্রেসিডেন্টকে বহনকারী বিমানে প্রযুক্তিগত সমস্যার কারণে দেরি হয়। প্রেসিডেন্ট মঙ্গলবার রাতে মূল বিমানটি জুরিখ বিমানবন্দরে অবতরণ করে। এরপর তিনি একটি বিকল্প হেলিকপ্টারে ওঠেন এবং মধ্যরাতের পর ডাভোসে পৌঁছান।
ভারতে পুকুরে ভেঙে পড়লো প্রশিক্ষণ বিমান
