ফের ফেডারেল এজেন্টের গুলিতে মার্কিন নাগরিক নিহত

আপডেট : ২৫ জানুয়ারি ২০২৬, ১০:১৬ এএম

যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের মিনিয়াপোলিস শহরে তিন সপ্তাহের ব্যবধানে আবারও ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই) বা ফেডারেল এজেন্টের গুলিতে এক মার্কিন নাগরিক নিহত হয়েছেন। 

নিহত ব্যক্তির নাম অ্যালেক্স প্রেট্টি (৩৭), যিনি পেশায় একজন নার্স ছিলেন। এই হত্যাকাণ্ডের পর শহরজুড়ে ছড়িয়ে পড়েছে তীব্র বিক্ষোভ, যা দমনে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করেছে।

যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ দাবি করেছে, একটি অভিযান চলাকালে প্রেট্টি ৯ মি.মি. সেমি অটোমেটিক হ্যান্ডগান নিয়ে কর্মকর্তাদের দিকে এগিয়ে আসেন। তাকে নিরস্ত্র করার চেষ্টার সময় তিনি সহিংস হয়ে উঠলে অফিসাররা 'আত্মরক্ষার্থে' গুলি ছোড়েন।

হোমল্যান্ড সিকিউরিটি মন্ত্রী ক্রিস্টি নোয়েম ও হোয়াইট হাউজ এই দাবিকে সমর্থন করলেও মিনেসোটার গভর্নর টিম ওয়ালজ একে 'সম্পূর্ণ মিথ্যা ও কাণ্ডজ্ঞানহীন' বলে প্রত্যাখ্যান করেছেন। গভর্নর ওয়ালজ সামাজিক মাধ্যমে লিখেছেন, ‘প্রেসিডেন্টকে অবশ্যই এই অভিযান বন্ধ করতে হবে এবং প্রশিক্ষণহীন কর্মকর্তাদের মিনেসোটা থেকে সরিয়ে নিতে হবে।’

চলতি মাসের শুরুতেই একই শহরে রেনি নিকোল গুড নামে এক মার্কিন নারীকে গুলি করে হত্যা করেছিল আইসিই এজেন্টরা। সে সময়ও ‘আত্মরক্ষার’ অজুহাত দিয়েছিল প্রশাসন। কংগ্রেসওম্যান ইলহান ওমর ও আলেক্সান্দ্রিয়া ওকাসিও-কর্তেজ এই ঘটনাকে ‘হৃদয়বিদারক ও স্বৈরাচারী পদক্ষেপ’ হিসেবে অভিহিত করেছেন। তাদের দাবি, ট্রাম্প প্রশাসন নাগরিকদের সুরক্ষা দেওয়ার বদলে রাষ্ট্রীয় বাহিনী দিয়ে দমন-পীড়ন চালাচ্ছে।

অ্যালেক্স প্রেট্টির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর থেকে হাজার হাজার বিক্ষোভকারী রাস্তায় নেমে এসেছেন। তারা আইসিই কর্মকর্তাদের শহর ছাড়ার দাবি জানাচ্ছেন। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ ও ফেডারেল এজেন্টরা টিয়ারশেল ও বলপ্রয়োগ করছে। ডেমোক্র্যাট দলীয় আইনপ্রণেতারা এই ঘটনার জন্য দায়ী কর্মকর্তাদের কঠোর জবাবদিহিতার আওতায় আনার আহ্বান জানিয়েছেন।

DR/SN
আরও পড়ুন