ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

অতি বৃষ্টির কারণে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ৩ দিন বন্ধ ঘোষণা

আপডেট : ০৭ আগস্ট ২০২৩, ০৬:০৯ পিএম

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ক্লাস পরীক্ষা ৮ থেকে ১০ আগস্ট পর্যন্ত ৩ দিন বন্ধ ঘোষণা করা হয়েছে। অতি বর্ষণের কারণে চবি কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নেয়। তবে ক্লাস পরীক্ষা বন্ধ থাকলেও বিশ্ববিদ্যালয়ের অফিসসমূহ যথারীতি খোলা থাকবে।

সোমবার (৭ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতারের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। এ সময় চবি উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর বেনু কুমার দেসহ চবির বিভিন্ন পর্ষদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

image

বিকেলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) কেএম নূর আহমদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রবল বর্ষণে বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ ব্যবস্থাসহ সার্বিক জনজীবন বিপর্যস্ত হওয়ায় সার্বিক দিক বিবেচনা করে ক্লাস ও পরীক্ষা ৮ আগস্ট হতে ১০ আগস্ট পর্যন্ত বন্ধ থাকবে। এ সময় চবি অফিস যথারীতি খোলা থাকবে।

এর আগে সোমবার রাত থেকে ভোর পর্যন্ত চবি ক্যাম্পাসে পাহাড় ধস, গাছ পালা ও বৈদ্যুতিক খুটি ভেঙ্গে পড়াসহ বিশ্ববিদ্যালয়গামী শাটল ট্রেন চলাচলও বন্ধ হয়ে যায়।

AH
আরও পড়ুন