জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রোববার (২৭ অক্টোবর) বেলা ১১টায় রাজধানীর শেরে বাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণ করবে কেন্দ্রীয় যুবদল। এ জন্য দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করেছে সংগঠনটি।
শনিবার (২৬ অক্টোবর) বিএনপি চেয়ারপার্সনের প্রেস উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। জিয়ার সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণ উপলক্ষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এ ছাড়া স্বেচ্ছায় রক্তদান কর্মসূচিও গ্রহণ করেছে সংগঠনটি। ওইদিন দুপুর ১২টায় নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের নীচ তলায় ফ্রি মেডিকেল ক্যাম্প ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হবে। সেখানে প্রধান অতিথি উপস্থিত থাকবেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটি সদস্য মির্জা আব্বাস। কর্মসূচির উদ্বোধন করবেন স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।
