ইজতেমা কবে, যা জানা গেল

আপডেট : ১৭ ডিসেম্বর ২০২৪, ০৪:৩৮ পিএম

 ইজতেমা দুই পর্বে অনুষ্ঠিত হবে আগামী বছরও। প্রথম পর্ব শুরু ৩১ জানুয়ারি, শেষে হবে ২ ফেব্রুয়ারি। দ্বিতীয় পর্ব শুরু হবে ৭ ফেব্রুয়ারি, শেষে হবে ৯ ফেব্রুয়ারি।

সোমবার (৪ নভেম্বর) দুপুরে অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) এসব তথ্য জানান।

এর আগে অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) ইজতেমাকে নির্বিঘ্ন করতে তাবলিগ জামাতের দুই পক্ষকে নিয়ে বৈঠকে বসেন। বৈঠকে এ সিদ্ধন্ত হয়।

প্রতি বছর টঙ্গীর তুরাগ নদীর তীরে অনুষ্ঠিত হয় বিশ্ব ইজতেমা। গত কয়েক বছরের মতো এবারও সেই ইজতেমাকে কেন্দ্র করে তাবলীগ জামাতের জোবায়ের ও সাদপন্থীদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। ফলে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে দুই পক্ষের সঙ্গে বৈঠকে বসেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা ফয়সল হাসান জানিয়েছেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সোমবার সকাল সাড়ে ১০টায় বৈঠক শুরু হয়। বৈঠকে আসন্ন বিশ্ব ইজতেমার তারিখ নির্ধারণ, আইন-শৃঙ্খলা রক্ষা, ইজতেমার সার্বিক নিরাপত্তা ও অন্যান্য বিষয়ে বৈঠকে আলোচনা হয়।

MB/FI
আরও পড়ুন