চার বছর পর মুক্তি পাচ্ছে বিটিএস নতুন অ্যালবাম

আপডেট : ০২ জানুয়ারি ২০২৬, ১০:০০ পিএম

দীর্ঘ প্রতীক্ষার অবসান হতে যাচ্ছে বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা কোটি কোটি বিটিএস ভক্ত বা ‘আর্মি’দের। প্রায় চার বছরের বিরতি কাটিয়ে আবারও পূর্ণ শক্তিতে ফিরছে দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় কে-পপ ব্যান্ড বিটিএস। আগামী ২০ মার্চ ব্যান্ডের নতুন অ্যালবাম মুক্তি পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে তাদের এজেন্সি ‘বিগহিট মিউজিক’।

২০২২ সালে এনথোলজি অ্যালবাম ‘প্রুফ’ মুক্তির পর ব্যান্ডের সদস্যরা বাধ্যতামূলক সামরিক সেবায় যোগ দিলে বিটিএস-এর দলীয় কার্যক্রম স্থগিত হয়ে যায়। ২০২৫ সালের জুনের মধ্যে আরএম, জিন, সুগা, জে-হোপ, জিমিন, ভি এবং জাংকুক সাত সদস্যই সফলভাবে সামরিক দায়িত্ব সম্পন্ন করে ফিরেছেন। দীর্ঘ ৩ বছর ৯ মাস পর নতুন এই অ্যালবামের মাধ্যমে তারা পূর্ণ দল হিসেবে আবার আত্মপ্রকাশ করছেন।

নতুন বছরের শুরুতে ভক্তদের কেবল অ্যালবামই নয়, বরং বড় ধরনের বিশ্ব সফরের (World Tour) ইঙ্গিতও দিয়েছে ব্যান্ডটি। বিলবোর্ডের প্রতিবেদন অনুযায়ী, নতুন অ্যালবামের প্রচারণায় বিটিএস একটি বিশাল ওয়ার্ল্ড ট্যুরের পরিকল্পনা করছে। এর মাধ্যমে পৃথিবীর বিভিন্ন প্রান্তের ভক্তরা আবারও সরাসরি তাদের প্রিয় তারকাদের পারফরম্যান্স উপভোগ করার সুযোগ পাবেন।

সামরিক সেবা শেষে ফেরার পর থেকেই নতুন কাজের ইঙ্গিত দিচ্ছিলেন ব্যান্ড সদস্যরা। ব্যান্ডের লিডার আরএম (কিম নামজুন) জানিয়েছেন, ‘নতুন গানগুলো খুব দারুণ হচ্ছে! সবাই অনেক পরিশ্রম করছে। আপনারা অনেক বড় কিছুর জন্য প্রস্তুত থাকুন।’

ব্যান্ডের সর্বকনিষ্ঠ সদস্য জাংকুক এক বার্তায় বলেছেন, ‘আমার মনে হয় এবারের বসন্ত আমাদের সবার জন্য অন্য যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে।’ এছাড়া জিন লিখেছেন, ‘গত দুই বছর একক শিল্পী হিসেবে আপনাদের সামনে এসেছি, এখন অবশেষে আবারও দলের অংশ হিসেবে দেখা করার সময় এসেছে।’

‘বাটার’, ‘ডায়নামাইট’ এবং ‘ফেক লাভ’-এর মতো কালজয়ী গানের স্রষ্টা এই ব্যান্ডের প্রত্যাবর্তনে সামাজিক যোগাযোগমাধ্যমে বইছে আনন্দের বন্যা। ২০২৬ সালের এই বসন্তকালীন প্রত্যাবর্তন সংগীত জগতের অন্যতম বড় ঘটনা হতে যাচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

NB/FJ
আরও পড়ুন