পদোন্নতির দাবিতে আবারও আন্দোলনে নামছে বাংলাদশে কৃষি ব্যাংকের ১০ম গ্রেডের কর্মকর্তারা। অভিযোগ, দীর্ঘদিন ধরে ব্যাংকটিতে চলছে পদোন্নতি বৈষম্য। এতে জন্ম নিয়েছে অসন্তোষ। বারবার দাবি জানিয়েও কোনো ফল না হওয়ায় বাধ্য হয়ে আবারও আন্দোলনে নামছেন দশম গ্রেডের কর্মকর্তারা।
সংশ্লিষ্টরা জানান, এর আগে কর্মকর্তাদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে দাবি মেনে নেওয়ার আশ্বাস দেয় কৃষি ব্যাংক কর্তৃপক্ষ। কিন্তু তিন মাস পেরিয়ে গেলেও দাবি না মানায় ফের আন্দোলনে নামার সিদ্ধান্ত নিয়েছেন কর্মকর্তারা।
সবশেষ শনিবার (৩০ নভেম্বর) সকালে কৃষি ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে পদোন্নতির দাবিতে মানববন্ধন করবেন বঞ্চিত কর্মকর্তারা।
