বড়দিন উদযাপনকে ঘিরে বর্ণিল সাজে সেজেছে গাজীপুরের শ্রীপুরের খ্রিস্টান পল্লী। ক্রিসমাস উপলক্ষে শ্রীপুরে গির্জা থেকে শুরু করে খ্রিস্টান পল্লী, বিপণিবিতান, এমনকি বাসাবাড়ি সেজেছে ঝলমলে আলো।
সরেজমিনে শ্রীপুরের কেওয়াচালা পল্লীতে গিয়ে দেখা যায়, বড়দিন উদযাপনে শিশু-কিশোরদের মধ্যে বিরাজ করছে বিশেষ আনন্দ। উপজেলার প্রতিটি গির্জায় দৃষ্টিনন্দন আলোকসজ্জা, মাতা মেরি ও শিশু যীশুর মূর্তি স্থাপনসহ বিশেষ ডিসপ্লের আয়োজন করা হয়েছে। পাশাপাশি প্রার্থনার জন্য প্রস্তুত করা হয়েছে গির্জার প্রাঙ্গণ। ঘরোয়া পরিবেশেও বড়দিনের রঙ ছড়িয়ে পড়েছে। বাড়ির সামনে সাজানো হয়েছে ক্রিসমাস ট্রি।
স্থানীয় বাসিন্দা স্বাধীন ডি কস্তা বলেন, বাড়িতে অতিথি আপ্যায়নের জন্য কেক, পিঠা তৈরি হয়েছে। তাছাড়া সবাই মিলে এ উৎসবকে আরও রঙিন করে তোলার চেষ্টা করছি।
গির্জার সহকারী ফাদার মাইকেল মল্লিক বলেন, `সব অস্থিরতা দূর করে একটি শান্তিময় পৃথিবীর প্রার্থনা হয়েছে এবারের বড়দিনে।‘

নিরাপত্তা নিয়ে কালিয়াকৈর সার্কেলের সহকারী পুলিশ সুপার আফজাল হোসেন খান বলেন, `বড়দিন উদযাপনে সর্বাত্মক নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।‘
ধর্মীয় সম্প্রীতির উদাহরণ হয়ে ওঠা এ বড়দিনের আয়োজন শুধু খ্রিস্টান সম্প্রদায়ের মধ্যেই সীমাবদ্ধ নেই। ভ্রাতৃত্ব ও শান্তির বার্তা নিয়ে শ্রীপুরের খ্রিস্টান পল্লীগুলো জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই উদযাপন করছে বড় দিনের উৎসব।
এদিকে, খাগাড়াছড়িতে বুধবার সকালে থেকে নিউজিল্যান্ড সড়কের নোয়াপাড়ার `খাগড়াছড়ি প্রেসবিটারিয়ান চার্চ‘ নানান আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন-খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ সদস্য বঙ্গমিত্র চাকমা। উৎসব মুখরভাবে কেক কেটে, বিশেষ প্রার্থনার মধ্য দিয়ে শিশুরা আনন্দ ভাগাভাগি করে বিশেষ দিনটি পালন করে।
